আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
হাদীস নং: ৩৪৪১
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
আল্লাহর সৃষ্টি তথা প্রজা, সন্তান-সন্ততি, দাস-দাসী ইত্যাদির প্রতি স্নেহশীল হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং তার বিপরীত করার প্রতি ভীতি প্রদর্শন, শরয়ী কারণ ব্যতীত দাস-দাসী, চতুষ্পদ প্রাণী ও অন্যান্যের প্রতি শান্তি প্রয়োগ এবং চতুষ্পদ প্রাণীর মুখে দাগ দেওয়া নিষিদ্ধ
৩৪৪১. হযরত ওয়াদীন ইবনে আতা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, জনৈক কসাই একটি বকরী যবাই করার জন্য দরজা খুলল। বকরী তার হাতছাড়া হয়ে পালিয়ে গেল, এমন কি নবী (ﷺ)-এর নিকট দৌড়ে এলো। তখন লোকটি তার পিছু ধাওয়া করলো। সে বকরীটির পা ধরে হেঁচড়াতে হেঁচড়াতে নিয়ে এলো। নবী (ﷺ) বকরীটিকে বলেনঃ তুমি আল্লাহর হুকুম মানার ব্যাপারে ধৈর্যধারণ কর; আর হে কসাই। তুমি তাকে দয়ার্দ্র চিত্তে সহজভাবে নিয়ে যাও।
(আবদুর রাযযাক (র) মুহাম্মাদ ইবনে রাশিদ হতে বর্ণনা করেন। সনদসূত্রে হাদীসটি মুদাল।)
(আবদুর রাযযাক (র) মুহাম্মাদ ইবনে রাশিদ হতে বর্ণনা করেন। সনদসূত্রে হাদীসটি মুদাল।)
كتاب القضاء
التَّرْغِيب فِي الشَّفَقَة على خلق الله تَعَالَى من الرّعية وَالْأَوْلَاد وَالْعَبِيد وَغَيرهم ورحمتهم والرفق بهم والترهيب من ضد ذَلِك وَمن تَعْذِيب العَبْد وَالدَّابَّة وَغَيرهمَا بِغَيْر سَبَب شَرْعِي وَمَا جَاءَ فِي النَّهْي عَن وسم الدَّوَابّ فِي وجوهها
3441- وَعَن الْوَضِين بن عَطاء قَالَ إِن جزارا فتح بَابا على شَاة ليذبحها فانفلتت مِنْهُ حَتَّى جَاءَت إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فأتبعها فَأخذ يسحبها برجلها فَقَالَ لَهَا النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم اصْبِرِي لأمر الله وَأَنت يَا جزار فسقها سوقا رَفِيقًا
رَوَاهُ عبد الرَّزَّاق فِي كِتَابه عَن مُحَمَّد بن رَاشد عَنهُ وَهُوَ معضل
رَوَاهُ عبد الرَّزَّاق فِي كِتَابه عَن مُحَمَّد بن رَاشد عَنهُ وَهُوَ معضل