আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা

হাদীস নং: ৩৪৩৭
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
আল্লাহর সৃষ্টি তথা প্রজা, সন্তান-সন্ততি, দাস-দাসী ইত্যাদির প্রতি স্নেহশীল হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং তার বিপরীত করার প্রতি ভীতি প্রদর্শন, শরয়ী কারণ ব্যতীত দাস-দাসী, চতুষ্পদ প্রাণী ও অন্যান্যের প্রতি শান্তি প্রয়োগ এবং চতুষ্পদ প্রাণীর মুখে দাগ দেওয়া নিষিদ্ধ
৩৪৩৭. হযরত মু'আবিয়া ইবনে কুররা (রা) তাঁর পিতা থেকে বর্ণনা করেন। একদা এক ব্যক্তি বলল: ইয়া রাসুলাল্লাহ! বকরী যবাই করতে আমি দয়া দেখাই না। এরপর তিনি বলেন, যদি তুমি তার প্রতি দয়া কর, আল্লাহ্ও তোমার প্রতি দয়া করবেন।
(হাকিম বর্ণিত, তিনি বলেন: হাদীসটি বিশুদ্ধ সনদে বর্ণিত।
ইস্পাহানী তার শব্দযোগে বর্ণনা করেন যে, সে বললঃ ইয়া রাসূলাল্লাহ্! আমি বকরী ধরি এবং যবাই করতে ইচ্ছা করি এবং তার প্রতি দয়া করি। তিনি বলেন, বকরীর প্রতিও যদি তুমি দয়া কর, আল্লাহ তোমার প্রতি
দয়া করবেন।)
كتاب القضاء
التَّرْغِيب فِي الشَّفَقَة على خلق الله تَعَالَى من الرّعية وَالْأَوْلَاد وَالْعَبِيد وَغَيرهم ورحمتهم والرفق بهم والترهيب من ضد ذَلِك وَمن تَعْذِيب العَبْد وَالدَّابَّة وَغَيرهمَا بِغَيْر سَبَب شَرْعِي وَمَا جَاءَ فِي النَّهْي عَن وسم الدَّوَابّ فِي وجوهها
3437- وَعَن مُعَاوِيَة بن قُرَّة عَن أَبِيه رَضِي الله عَنهُ أَن رجلا قَالَ يَا رَسُول الله إِنِّي لأرحم الشَّاة أَن أذبحها فَقَالَ إِن رحمتها رَحِمك الله

رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد والأصبهاني
وَلَفظه قَالَ يَا رَسُول الله إِنِّي آخذ شَاة وَأُرِيد أَن أذبحها فأرحمها قَالَ وَالشَّاة إِن رحمتها رَحِمك الله
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৪৩৭ | মুসলিম বাংলা