আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা

হাদীস নং: ৩৪৩৩
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
আল্লাহর সৃষ্টি তথা প্রজা, সন্তান-সন্ততি, দাস-দাসী ইত্যাদির প্রতি স্নেহশীল হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং তার বিপরীত করার প্রতি ভীতি প্রদর্শন, শরয়ী কারণ ব্যতীত দাস-দাসী, চতুষ্পদ প্রাণী ও অন্যান্যের প্রতি শান্তি প্রয়োগ এবং চতুষ্পদ প্রাণীর মুখে দাগ দেওয়া নিষিদ্ধ
৩৪৩৩. হযরত নাসীহ্ আনাসী (র) হতে একদল মিসরী আরোহী সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি নিজকে ছোট করার ক্ষেত্র নয় এমন স্থানে বিনয় প্রদর্শন করে, যে ব্যক্তি নিজকে বিনা প্রয়োজনে খাটো মনে করে এবং সে এমন সম্পদ ব্যয় করে, যা হালাল, দুঃস্থ ও নিঃস্ব ব্যক্তিদের প্রতি দয়া প্রদর্শন করে এবং প্রজ্ঞাবান ও বিজ্ঞজনের সহচর্য লাভ করে, সে সৌভাগ্যবান।
(হাদীসের শেষ পর্যন্ত তাবারানী এবং তার বর্ণনাকারীগণের বর্ণনা সূত্র বিশুদ্ধ।)
كتاب القضاء
التَّرْغِيب فِي الشَّفَقَة على خلق الله تَعَالَى من الرّعية وَالْأَوْلَاد وَالْعَبِيد وَغَيرهم ورحمتهم والرفق بهم والترهيب من ضد ذَلِك وَمن تَعْذِيب العَبْد وَالدَّابَّة وَغَيرهمَا بِغَيْر سَبَب شَرْعِي وَمَا جَاءَ فِي النَّهْي عَن وسم الدَّوَابّ فِي وجوهها
3433- وَعَن نصيح الْعَنسِي عَن ركب الْمصْرِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم طُوبَى لمن تواضع فِي غير منقصة وذل فِي نَفسه من غير مَسْأَلَة وَأنْفق مَالا جمعه فِي غير مَعْصِيّة ورحم أهل الذلة والمسكنة وخالط أهل الْفِقْه وَالْحكمَة الحَدِيث

رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته إِلَى نصيح ثِقَات
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৪৩৩ | মুসলিম বাংলা