আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা

হাদীস নং: ৩৪৩১
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
আল্লাহর সৃষ্টি তথা প্রজা, সন্তান-সন্ততি, দাস-দাসী ইত্যাদির প্রতি স্নেহশীল হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং তার বিপরীত করার প্রতি ভীতি প্রদর্শন, শরয়ী কারণ ব্যতীত দাস-দাসী, চতুষ্পদ প্রাণী ও অন্যান্যের প্রতি শান্তি প্রয়োগ এবং চতুষ্পদ প্রাণীর মুখে দাগ দেওয়া নিষিদ্ধ
৩৪৩১. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) একটি ঘরের দরজায় দাঁড়ান, সেখানে কুরায়শদের একদল লোক উপস্থিত ছিল। এরপর তিনি দরজার চৌকাঠ দুই হাতে ধরে বলেনঃ এখানে কুরায়শ বংশীয় ব্যতীত কেউ আছে কি? তারা বলল: আমাদের একটি ভাগ্নে ব্যতীত আমরা সবাই কুরায়শী। তিনি বলেন: ভাগ্নে গোত্রের অন্তর্ভুক্ত। পরে তিনি বলেন: এই খিলাফতের দায়িত্ব কুরায়শদের মধ্যে ততদিন থাকবে, যতদিন তারা পরস্পরের দয়া চাইবে এবং দয়া করবে ও বিচারের ক্ষেত্রে সুবিচার কায়েম করবে, সুষ্ঠুভাবে সম্পদ বিতরণ করবে। আর যে ব্যক্তি এ কাজ করবে না, তার প্রতি আল্লাহ্, ফিরিশতাকুল ও সমস্ত মানবের অভিসম্পাত।
(তাবারানীর 'সাগীর ও আওসাত' গ্রন্থে বর্ণিত এবং তাঁর বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
كتاب القضاء
التَّرْغِيب فِي الشَّفَقَة على خلق الله تَعَالَى من الرّعية وَالْأَوْلَاد وَالْعَبِيد وَغَيرهم ورحمتهم والرفق بهم والترهيب من ضد ذَلِك وَمن تَعْذِيب العَبْد وَالدَّابَّة وَغَيرهمَا بِغَيْر سَبَب شَرْعِي وَمَا جَاءَ فِي النَّهْي عَن وسم الدَّوَابّ فِي وجوهها
3431- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ قَالَ قَامَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم على بَيت فِيهِ نفر من قُرَيْش فَأخذ بِعضَادَتَيْ الْبَاب فَقَالَ هَل فِي الْبَيْت إِلَّا قرشي فَقَالُوا لَا إِلَّا ابْن أُخْت لنا قَالَ ابْن أُخْت الْقَوْم مِنْهُم ثمَّ قَالَ إِن هَذَا الْأَمر فِي قُرَيْش مَا إِذا استرحموا رحموا وَإِذا حكمُوا عدلوا وَإِذا أَقْسمُوا أقسطوا وَمن لم يفعل ذَلِك فَعَلَيهِ لعنة الله وَالْمَلَائِكَة وَالنَّاس أَجْمَعِينَ

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الصَّغِير والأوسط وَرُوَاته ثِقَات
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৪৩১ | মুসলিম বাংলা