আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
হাদীস নং: ৩৪১০
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
যুলুম থেকে বারণ করার প্রতি অনুপ্রেরণা এবং সেখানে গমন করা, তাদের সত্যায়িত ও তাদের সহযোগিতা করার প্রতি ভীতি প্রদর্শন
৩৪১০. হযরত ইবনে আব্বাস (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, আমার উম্মাতের মধ্যে এমন একদল লোক হবে, যারা ইলমে দ্বীনের গভীর জ্ঞান রাখবে, কুরআন তিলাওয়াত করবে, তারা বলবে, চলো আমরা শাসকের কাছে যাই এবং দুনিয়ার কিছু অংশ গ্রহণ করি এবং দ্বীনের ব্যাপারে তাদের বর্জন করে চলি অথচ তা কখনও সম্ভব নয়। যেরূপ কাঁটাদার বৃক্ষ থেকে কেবল কাঁটার আঘাতই পাওয়া যায়। অনুরূপ তাদের নৈকট্য লাভে গুনাহ ছাড়া আর কিছু অর্জিত হয় না।
(ইবনে সাব্বাহ এর বর্ণনায় كذالك এর স্থলে كانه রয়েছে।
ইবনে মাজা বর্ণিত তার বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
(ইবনে সাব্বাহ এর বর্ণনায় كذالك এর স্থলে كانه রয়েছে।
ইবনে মাজা বর্ণিত তার বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
كتاب القضاء
التَّرْغِيب فِي الِامْتِنَاع عَن الدُّخُول على الظلمَة والترهيب من الدُّخُول عَلَيْهِم وتصديقهم وإعانتهم
3410- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن نَاسا من أمتِي سيتفقهون فِي الدّين ويقرؤون الْقُرْآن يَقُولُونَ نأتي الْأُمَرَاء فنصيب من دنياهم ونعتزلهم بديننا وَلَا يكون ذَلِك كَمَا لَا يجتنى من القتاد إِلَّا الشوك كَذَلِك لَا يجتنى من قربهم إِلَّا
قَالَ ابْن الصَّباح كَأَنَّهُ يَعْنِي الْخَطَايَا
رَوَاهُ ابْن مَاجَه وَرُوَاته ثِقَات
قَالَ ابْن الصَّباح كَأَنَّهُ يَعْنِي الْخَطَايَا
رَوَاهُ ابْن مَاجَه وَرُوَاته ثِقَات