আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা

হাদীস নং: ৩৪০৮
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
যুলুম থেকে বারণ করার প্রতি অনুপ্রেরণা এবং সেখানে গমন করা, তাদের সত্যায়িত ও তাদের সহযোগিতা করার প্রতি ভীতি প্রদর্শন
৩৪০৮. হযরত আবদুল্লাহ্ ইবনে খাব্বাব (র) থেকে তাঁর পিতা সূত্রে বর্ণিত। তিনি বলেছেন: একদা আমরা নবী (ﷺ)-এর দরজায় বসা ছিলাম। ইতোমধ্যে তিনি আমাদের নিকট বেরিয়ে আসেন এবং বলেনঃ তোমরা মনোযোগ সহকারে শোন। আমরা বললামঃ আমরা শুনতে প্রস্তুত আছি। তিনি (পুনরায়) বলেন। তোমরা মনোযোগ সহকারে শোন। আমরা বললামঃ আমরা শুনছি। তিনি বলেন, অবস্থা হল এরূপ যে, আমার পরে অচিরেই একদল শাসকের আবির্ভাব ঘটবে। তোমরা তাদের মিথ্যাকে প্রত্যায়ন করবে না এবং তাদের যুলমে সহযোগিতা করবে না, কেননা, যে ব্যক্তি তাদের মিথ্যাকে সত্যায়ন করবে এবং তাদের সহযোগিতা করবে, তারা হাউযে কাওসারের নিকট প্রবেশ করতে পারবে না।
(তাবারানী এবং ইবনে হিব্বানের সহীহ গ্রন্থে নিজ শব্দে বর্ণিত।)
كتاب القضاء
التَّرْغِيب فِي الِامْتِنَاع عَن الدُّخُول على الظلمَة والترهيب من الدُّخُول عَلَيْهِم وتصديقهم وإعانتهم
3408- وَعَن عبد الله بن خباب عَن أَبِيه رَضِي الله عَنْهُمَا قَالَ كُنَّا قعُودا على بَاب النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَخرج علينا فَقَالَ اسمعوا قُلْنَا قد سمعنَا قَالَ اسمعوا قُلْنَا قد
سمعنَا قَالَ إِنَّه سَيكون بعدِي أُمَرَاء فَلَا تُصَدِّقُوهُمْ بكذبهم وَلَا تعينوهم على ظلمهم فَإِن من صدقهم بكذبهم وَأَعَانَهُمْ على ظلمهم لم يرد على الْحَوْض

رَوَاهُ الطَّبَرَانِيّ وَابْن حبَان فِي صَحِيحه وَاللَّفْظ لَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান