আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
হাদীস নং: ৩৪০৩
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
যুলুম থেকে বারণ করার প্রতি অনুপ্রেরণা এবং সেখানে গমন করা, তাদের সত্যায়িত ও তাদের সহযোগিতা করার প্রতি ভীতি প্রদর্শন
৩৪০৩. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, যে মরুচারণ করে, সে রুক্ষ হয়, আর যে অধিক শিকার করে, সে গাফিল হয়; আর যে ব্যক্তি বাদশাহর নিকট গমনাগমন করে, সে পরীক্ষা নিঃপতিত হয়। কোন ব্যক্তি বাদশাহের নিকট যতবেশী নিকটবর্তী হবে, সে আল্লাহর রহমত হতে ততবেশী দূরে সরে পড়বে।
(আহমাদ দু'টি সনদসূত্রে হাদীসটি বর্ণনা করেন। তবে তার একটি সনদ সহীহ্।)
(আহমাদ দু'টি সনদসূত্রে হাদীসটি বর্ণনা করেন। তবে তার একটি সনদ সহীহ্।)
كتاب القضاء
التَّرْغِيب فِي الِامْتِنَاع عَن الدُّخُول على الظلمَة والترهيب من الدُّخُول عَلَيْهِم وتصديقهم وإعانتهم
3403- عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من بدا جَفا وَمن تبع الصَّيْد غفل وَمن أَتَى أَبْوَاب السُّلْطَان افْتتن وَمَا ازْدَادَ عبد من السُّلْطَان قربا إِلَّا ازْدَادَ من الله بعدا
رَوَاهُ أَحْمد بِإِسْنَادَيْنِ رُوَاة أَحدهمَا رُوَاة الصَّحِيح
رَوَاهُ أَحْمد بِإِسْنَادَيْنِ رُوَاة أَحدهمَا رُوَاة الصَّحِيح