আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা

হাদীস নং: ৩৪০০
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
যালিমের ভীতির ক্ষেত্রে পঠিতব্য দু'আর প্রতি অনুপ্রেরণা
৩৪০০. হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, তোমাদের কেউ যখন যালিম শাসকের ব্যাপারে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে তখন সে যেন এরূপ দু'আ পাঠ করে।
«اللَّهُمَّ رَبَّ السَّمَاوَاتِ وَرَبَّ الْعَرْشِ الْعَظِيمِ، كُنْ لِي جَارًا مِنْ فُلَانٍ وَأَحْزَابِهِ وَأَشْيَاعِهِ، أَنْ يَفْرُطُوا عَلَيَّ، وَأَنْ يَطْغَوْا، عَزَّ جَارُكَ، وَجَلَّ ثَنَاؤُكَ، وَلَا إِلَهَ غَيْرُكَ»
"হে সাত আসমানের প্রতিপালক আল্লাহ, মহান আরশের প্রতিপালক! তুমি অমুক অমুক অর্থাৎ যার উদ্দেশ্যে দু'আ পাঠিত তার অনিষ্ট হতে আমার আশ্রয়দাতা হও। জিন, ইনসান ও তাদের অনুসারীদের অনিষ্ট হতে রক্ষা কর, যেন তাদের কেউ আমার প্রতি যুলম করতে না পারে। তোমার আশ্রয় বিজয়ী, তোমার প্রশংসা মহান এবং তুমি ব্যতীত কোন ইলাহ নেই।
(তাবারানী বর্ণিত জিনাদ ইবনে সালাম ব্যতীত অবশিষ্ট বর্ণনাকারীগণ বিশ্বস্ত ও নির্ভরশীল। ইস্পাহানী ও অপরাপর মুহাদ্দিসগণ হাদীসটি মারফু' না বলে আবদুল্লাহ (রা) হতে মাওকূফ সূত্রে বর্ণনা করেন।)
كتاب القضاء
التَّرْغِيب فِي كَلِمَات يقولهن من خَافَ ظَالِما
3400- عَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِذا تخوف أحدكُم السُّلْطَان فَلْيقل اللَّهُمَّ رب السَّمَوَات السَّبع وَرب الْعَرْش الْعَظِيم كن لي جارا من شَرّ فلَان بن فلَان يَعْنِي الَّذِي يُريدهُ وَشر الْجِنّ وَالْإِنْس وأتباعهم أَن يفرط عَليّ أحد مِنْهُم عز جَارك وَجل ثناؤك وَلَا إِلَه غَيْرك

رَوَاهُ الطَّبَرَانِيّ وَرِجَاله رجال الصَّحِيح إِلَّا جناد بن سلم وَقد وثق وَرَوَاهُ الْأَصْبَهَانِيّ وَغَيره مَوْقُوفا على عبد الله لم يرفعوه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৪০০ | মুসলিম বাংলা