আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
হাদীস নং: ৩৩৯২
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
যুলম করা, মাযলূমের বদ্ দু'আ ও মাযলুমকে লাঞ্ছিত করার প্রতি ভীতি প্রদর্শন এবং তাকে সাহায্য করার প্রতি অনুপ্রেরণা
৩৩৯২. হযরত আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহ্ বলেছেন: যে ব্যক্তি আমাকে ব্যতীত কাউকে সাহায্যকারী পায় না, তার প্রতি যে ব্যক্তি যুলুম করে, তার প্রতি আমি ভীষণভাবে ক্ষুদ্ধ।
(তাবারানীর সাগীর ও আওসাত বর্ণিত গ্রন্থে।)
(তাবারানীর সাগীর ও আওসাত বর্ণিত গ্রন্থে।)
كتاب القضاء
التَّرْهِيب من الظُّلم وَدُعَاء الْمَظْلُوم وخذله وَالتَّرْغِيب فِي نصرته
3392- وَرُوِيَ عَن عَليّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول الله اشْتَدَّ غَضَبي على من ظلم من لَا يجد لَهُ ناصرا غَيْرِي
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الصَّغِير والأوسط
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الصَّغِير والأوسط