আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
হাদীস নং: ৩৩৮৬
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
যুলম করা, মাযলূমের বদ্ দু'আ ও মাযলুমকে লাঞ্ছিত করার প্রতি ভীতি প্রদর্শন এবং তাকে সাহায্য করার প্রতি অনুপ্রেরণা
৩৩৮৬. হযরত উকবা ইবনে আমির জুহানী (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: তিন ব্যক্তির দু'আ কবুল করা হয়। তারা হল: ১. পিতা, ২. মুসাফির এবং ৩। মাযলুম।
(তাবারানী বিশুদ্ধ বর্ণনা সূত্র একটি হাদীসে তা বর্ণনা করেন।)
(তাবারানী বিশুদ্ধ বর্ণনা সূত্র একটি হাদীসে তা বর্ণনা করেন।)
كتاب القضاء
التَّرْهِيب من الظُّلم وَدُعَاء الْمَظْلُوم وخذله وَالتَّرْغِيب فِي نصرته
3386- وَعَن عقبَة بن عَامر الْجُهَنِيّ رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ ثَلَاثَة تستجاب دعوتهم الْوَالِد وَالْمُسَافر والمظلوم
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي حَدِيث بِإِسْنَاد صَحِيح
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي حَدِيث بِإِسْنَاد صَحِيح