আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা

হাদীস নং: ৩৩৮৩
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
যুলম করা, মাযলূমের বদ্ দু'আ ও মাযলুমকে লাঞ্ছিত করার প্রতি ভীতি প্রদর্শন এবং তাকে সাহায্য করার প্রতি অনুপ্রেরণা
৩৩৮৩. ইবনে উসমান সূত্রে সালমান ফারিসী, সা'দ ইবনে মালিক, হুযায়ফা ইবনে ইয়ামান, আবদুল্লাহ্ ইবনে মাসউদ (রা) এমন কি ছয়জন কিংবা সাতজন সাহাবী হতে বর্ণিত। তাঁরা বলেছেন, কিয়ামতের দিন বান্দার আমলের দফতর তার সামনে তুলে ধরা হবে, এমন কি সে মনে করবে যে, সে মুক্তি পাবে। বনী আদমের মযলুমের যুলম তাকে ধাওয়া করবে, এমন কি তার একটি নেকীও অবশিষ্ট থাকবে না, উপরন্ত তাদের গুনাহ তার (যালিমের) কাঁধে চাপিয়ে দেওয়া হবে।
(বায়হাকী (র) বা'আস (পুনরুত্থান) অনুচ্ছেদে উত্তম সনদে এটি বর্ণনা করেছেন।)
كتاب القضاء
التَّرْهِيب من الظُّلم وَدُعَاء الْمَظْلُوم وخذله وَالتَّرْغِيب فِي نصرته
3383- وَعَن ابْن عُثْمَان عَن سلمَان الْفَارِسِي وَسعد بن مَالك وَحُذَيْفَة بن الْيَمَان وَعبد الله بن مَسْعُود حَتَّى عد سِتَّة أَو سَبْعَة من أَصْحَاب النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالُوا إِن الرجل لترفع لَهُ يَوْم الْقِيَامَة صَحِيفَته حَتَّى يرى أَنه نَاجٍ فَمَا تزَال مظالم بني آدم تتبعه حَتَّى مَا يبْقى لَهُ حَسَنَة وَيحمل عَلَيْهِ من سيئاتهم

رَوَاهُ الْبَيْهَقِيّ فِي الْبَعْث بِإِسْنَاد جيد
tahqiqতাহকীক:তাহকীক চলমান