আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
হাদীস নং: ৩৩৬৪
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
ঘুষখোর, ঘুষদাতা এবং তাদের মধ্যকার সময়ন্বকারীর প্রতি ভীতি প্রদর্শন
৩৩৬৪. হযরত আবদুল্লাহ্ ইবনে আমর (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: ঘুষখোর ও ঘুষদাতা উভয়ই জাহান্নামী।
(তাবারানী, তার বর্ণনাকারীগণ বিশ্বস্ত ও পরিচিত এবং বাযযার (র) আবদুর রহমান ইবনে আওফ (রা) সূত্রে নিজ শব্দে বর্ণনা করেন।)
(তাবারানী, তার বর্ণনাকারীগণ বিশ্বস্ত ও পরিচিত এবং বাযযার (র) আবদুর রহমান ইবনে আওফ (রা) সূত্রে নিজ শব্দে বর্ণনা করেন।)
كتاب القضاء
ترهيب الراشي والمرتشي والساعي بَينهمَا
3364- وَعنهُ رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الراشي والمرتشي فِي النَّار
رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته ثِقَات معروفون
وَرَوَاهُ الْبَزَّار بِلَفْظِهِ من حَدِيث عبد الرَّحْمَن بن عَوْف
رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته ثِقَات معروفون
وَرَوَاهُ الْبَزَّار بِلَفْظِهِ من حَدِيث عبد الرَّحْمَن بن عَوْف