আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা

হাদীস নং: ৩৩৬৪
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
ঘুষখোর, ঘুষদাতা এবং তাদের মধ্যকার সময়ন্বকারীর প্রতি ভীতি প্রদর্শন
৩৩৬৪. হযরত আবদুল্লাহ্ ইবনে আমর (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: ঘুষখোর ও ঘুষদাতা উভয়ই জাহান্নামী।
(তাবারানী, তার বর্ণনাকারীগণ বিশ্বস্ত ও পরিচিত এবং বাযযার (র) আবদুর রহমান ইবনে আওফ (রা) সূত্রে নিজ শব্দে বর্ণনা করেন।)
كتاب القضاء
ترهيب الراشي والمرتشي والساعي بَينهمَا
3364- وَعنهُ رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الراشي والمرتشي فِي النَّار
رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته ثِقَات معروفون

وَرَوَاهُ الْبَزَّار بِلَفْظِهِ من حَدِيث عبد الرَّحْمَن بن عَوْف
tahqiqতাহকীক:তাহকীক চলমান