আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
হাদীস নং: ৩৩৫৯
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
মুসলমানের কোন কাজে ন্যায়পরায়ণতার সাথে শাসনভার গ্রহণ করা ইত্যাদির প্রতি অনুপ্রেরণা এবং প্রজাদের প্রতি কঠোরতা আরোপ করা, অত্যাচার করা, প্রতারণা করা, তাদের সাক্ষাৎ না দেওয়া, তাদের প্রয়োজনের সময় দরজা বন্ধ রাখার প্রতি ভীতি প্রদর্শন
৩৩৫৯. হযরত আবু সামাহ্ আযদী যিনি নবী (ﷺ)- এর সাহাবী ও তাঁর চাচাত ভাই হতে বর্ণনা করেন। তিনি একবার হযরত মু'আবিয়া (রা)-এর নিকট আসেন এবং তা সাথে সাক্ষাৎ করেন। তখন তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি মুসলমানদের শাসক নিযুক্ত হয়, এরপর সে দুঃস্থ, মাযলুম এবং অভাব গ্রস্তদের প্রয়োজন পূরণ থেকে বিরত থাকে, আল্লাহ তার প্রতি দয়ার দরজা বন্ধ করে তাদের চেয়েও তাকে অধিক দরিদ্রে পরিণত করবেন।
(আহমাদ, আবু ই'আলা বর্ণিত। আহমাদের সনদ সূত্র উত্তম।)
(আহমাদ, আবু ই'আলা বর্ণিত। আহমাদের সনদ সূত্র উত্তম।)
كتاب القضاء
ترغيب من ولي شَيْئا من أُمُور الْمُسلمين فِي الْعدْل إِمَامًا كَانَ أَو غَيره وترهيبه أَن يشق على رَعيته أَو يجور أَو يغشهم أَو يحتجب عَنْهُم أَو يغلق بَابه دون حوائجهم
3359- وَعَن أبي السماح الْأَزْدِيّ عَن ابْن عَم لَهُ من أَصْحَاب النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَنه أَتَى مُعَاوِيَة فَدخل عَلَيْهِ فَقَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من ولي من أَمر الْمُسلمين ثمَّ أغلق بَابه دون الْمِسْكِين والمظلوم وَذَوي الْحَاجة أغلق الله تبَارك وَتَعَالَى أَبْوَاب رَحمته دون حَاجته وَفَقره أفقر مَا يكون إِلَيْهَا
رَوَاهُ أَحْمد وَأَبُو يعلى وَإسْنَاد أَحْمد حسن
رَوَاهُ أَحْمد وَأَبُو يعلى وَإسْنَاد أَحْمد حسن