আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা

হাদীস নং: ৩৩৫২
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
মুসলমানের কোন কাজে ন্যায়পরায়ণতার সাথে শাসনভার গ্রহণ করা ইত্যাদির প্রতি অনুপ্রেরণা এবং প্রজাদের প্রতি কঠোরতা আরোপ করা, অত্যাচার করা, প্রতারণা করা, তাদের সাক্ষাৎ না দেওয়া, তাদের প্রয়োজনের সময় দরজা বন্ধ রাখার প্রতি ভীতি প্রদর্শন
৩৩৫২. হযরত ইবনে আব্বাস (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: যে ব্যক্তি কোন মুসলমানের কোন কাজের দায়িত্বশীল নিযুক্ত হয়, সে প্রজাদের প্রয়োজন মেটানোর প্রতি যতক্ষণে যত্নবান না হবে, ততক্ষণে আল্লাহ তার প্রতি তাকাবেন না।
(তাবারানীর বর্ণিত বাহনাশ নামে খ্যাত হুসায়ন ইবনে কায়স ব্যতীত বর্ণনা সূত্রের অপরাপর বর্ণনাকারীগণের বর্ণনা বিশুদ্ধ। তবে ইবনে নু'মায়র (রা) তাকে বিশ্বস্ত ও উত্তম বলেছেন। ইমাম তিরমিযী (র) কিছু সংখ্যক হাদীস ব্যতীত অপরাপর বর্ণনাতে তাকে বিশ্বস্ত বলেছেন এবং হাকিমের নিকট তাঁর বর্ণনা বিশুদ্ধ। মুতাবা'আত সূত্রে হাদীসটি গ্রহণে ক্ষতিকর কিছু নেই।)
كتاب القضاء
ترغيب من ولي شَيْئا من أُمُور الْمُسلمين فِي الْعدْل إِمَامًا كَانَ أَو غَيره وترهيبه أَن يشق على رَعيته أَو يجور أَو يغشهم أَو يحتجب عَنْهُم أَو يغلق بَابه دون حوائجهم
3352- وَعَن ابْن عَبَّاس أَيْضا رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من ولي شَيْئا من أُمُور الْمُسلمين لم ينظر الله فِي حَاجته حَتَّى ينظر فِي حوائجهم

رَوَاهُ الطَّبَرَانِيّ وَرِجَاله رجال الصَّحِيح إِلَّا حُسَيْن بن قيس الْمَعْرُوف بحنش وَقد وَثَّقَهُ ابْن نمير وَحسن لَهُ وَالتِّرْمِذِيّ غير مَا حَدِيث وَصحح لَهُ الْحَاكِم وَلَا يضر فِي المتابعات
tahqiqতাহকীক:তাহকীক চলমান