আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
হাদীস নং: ৩৩৪৮
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
মুসলমানের কোন কাজে ন্যায়পরায়ণতার সাথে শাসনভার গ্রহণ করা ইত্যাদির প্রতি অনুপ্রেরণা এবং প্রজাদের প্রতি কঠোরতা আরোপ করা, অত্যাচার করা, প্রতারণা করা, তাদের সাক্ষাৎ না দেওয়া, তাদের প্রয়োজনের সময় দরজা বন্ধ রাখার প্রতি ভীতি প্রদর্শন
৩৩৪৮. হযরত আওফ ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ আমি আমার উম্মাতের উপর তিনটি কাজের ব্যাপারে আশংকা প্রকাশ করছি। সাহাবায়ে কিরাম বলেন: ইয়া রাসুলাল্লাহ! সে তিনটি কাজ কি কি? তিনি বলেন: ১. আলিমের পদস্খলন , ২. যালিম শাসকের শাসন এবং ৩. প্রবৃত্তির দাসত্বকরণ।
(বাযযার তাবারানী (র) কাসীর ইবনে আবদুল্লাহ্ মাযানী সূত্রে বর্ণনা করেছেন তিনি অপরিচিত। এতদসত্ত্বেও ইমাম তিরমিযী (র) তাঁর হাদীস দলীলরূপে গ্রহণ করেছেন। ইবনে খুযায়মার সহীহ্ গ্রন্থ এবং অবশিষ্ট সনদ সহীহ্।)
(বাযযার তাবারানী (র) কাসীর ইবনে আবদুল্লাহ্ মাযানী সূত্রে বর্ণনা করেছেন তিনি অপরিচিত। এতদসত্ত্বেও ইমাম তিরমিযী (র) তাঁর হাদীস দলীলরূপে গ্রহণ করেছেন। ইবনে খুযায়মার সহীহ্ গ্রন্থ এবং অবশিষ্ট সনদ সহীহ্।)
كتاب القضاء
ترغيب من ولي شَيْئا من أُمُور الْمُسلمين فِي الْعدْل إِمَامًا كَانَ أَو غَيره وترهيبه أَن يشق على رَعيته أَو يجور أَو يغشهم أَو يحتجب عَنْهُم أَو يغلق بَابه دون حوائجهم
3348- وَعَن عَوْف بن مَالك رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِنِّي أَخَاف على أمتِي من أَعمال ثَلَاثَة
قَالُوا وَمَا هِيَ يَا رَسُول الله فَقَالَ زلَّة عَالم وَحكم جَائِر وَهوى مُتبع
رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ من طَرِيق كثير بن عبد الله الْمُزنِيّ وَهُوَ واه وَقد احْتج بِهِ التِّرْمِذِيّ وَأخرج لَهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه وَبَقِيَّة إِسْنَاده ثِقَات
قَالُوا وَمَا هِيَ يَا رَسُول الله فَقَالَ زلَّة عَالم وَحكم جَائِر وَهوى مُتبع
رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ من طَرِيق كثير بن عبد الله الْمُزنِيّ وَهُوَ واه وَقد احْتج بِهِ التِّرْمِذِيّ وَأخرج لَهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه وَبَقِيَّة إِسْنَاده ثِقَات