আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
হাদীস নং: ৩৩৩৯
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
মুসলমানের কোন কাজে ন্যায়পরায়ণতার সাথে শাসনভার গ্রহণ করা ইত্যাদির প্রতি অনুপ্রেরণা এবং প্রজাদের প্রতি কঠোরতা আরোপ করা, অত্যাচার করা, প্রতারণা করা, তাদের সাক্ষাৎ না দেওয়া, তাদের প্রয়োজনের সময় দরজা বন্ধ রাখার প্রতি ভীতি প্রদর্শন
৩৩৩৯. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। বিশর ইবনে আসিম জুশানী (রা) রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছেন: যে ব্যক্তি শাসনকার্যের দায়িত্ব প্রাপ্ত হবে, তাকে আল্লাহ জান্নাতের পুলের কাছে থামিয়ে দেবেন। তখন পুলটি ভীষণভাবে প্রকম্পিত হবে। তাদের একদল মুক্তি পাবে এবং অন্য দল মুক্তি পাবে না। (যারা মুক্তি পাবে না) তাদের অবস্থা এরূপ যে, তাদের হাড় গোশত থেকে পৃথক হবে। যদি সে মুক্তি পায়, তবে তাকে জাহান্নামের মধ্যে কবরের ন্যায় একটি গর্ত হবে, যার গভীরতা সত্তর বছরের দূরত্বের সমান, তাতে নিক্ষেপ করা হবে। উমার (রা) সালমান ও আবু যার (রা)-কে জিজ্ঞেস করেন: হাদীসটি আপনারা রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছেন কি? তারা উভয়ে বলেন। হাঁ।
(ইবনে আবুদ দুনিয়া ও অন্যানগণ।)
(ইবনে আবুদ দুনিয়া ও অন্যানগণ।)
كتاب القضاء
ترغيب من ولي شَيْئا من أُمُور الْمُسلمين فِي الْعدْل إِمَامًا كَانَ أَو غَيره وترهيبه أَن يشق على رَعيته أَو يجور أَو يغشهم أَو يحتجب عَنْهُم أَو يغلق بَابه دون حوائجهم
3339- وَرُوِيَ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن بشر بن عَاصِم الْجُشَمِي رَضِي الله عَنهُ أَنه سمع رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول لَا يَلِي أحد من أَمر النَّاس شَيْئا إِلَّا وَقفه الله على جسر جَهَنَّم فزلزل بِهِ الجسر زَلْزَلَة فناج أَو غير نَاجٍ فَلَا يبْقى مِنْهُ عظم إِلَّا فَارق صَاحبه فَإِن هُوَ لم ينج ذهب بِهِ فِي جب مظلم كالقبر فِي جَهَنَّم لَا يبلغ قَعْره سبعين خَرِيفًا وَإِن عمر رَضِي الله عَنهُ سَأَلَ سلمَان وَأَبا ذَر هَل سمعتما ذَلِك من رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَا نعم
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَغَيره
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَغَيره