আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা

হাদীস নং: ৩৩৩৭
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
মুসলমানের কোন কাজে ন্যায়পরায়ণতার সাথে শাসনভার গ্রহণ করা ইত্যাদির প্রতি অনুপ্রেরণা এবং প্রজাদের প্রতি কঠোরতা আরোপ করা, অত্যাচার করা, প্রতারণা করা, তাদের সাক্ষাৎ না দেওয়া, তাদের প্রয়োজনের সময় দরজা বন্ধ রাখার প্রতি ভীতি প্রদর্শন
৩৩৩৭. হযরত সাঈদ ইবনে মুসায়্যাব (র) থেকে বর্ণিত। একদা এক মুসলমান ও অপর এক ইয়াহুদী উভয়ে একটি ফায়সালা নিয়ে হযরত উমার (রা)-এর নিকট উপস্থিত হয়। তিনি দেখেন ইয়াহুদীর দাবি সত্য। তখন হযরত উমার (রা) ইয়াহুদীর পক্ষে রায় দেন। ইয়াহুদী তাকে বলল: আল্লাহর শপথ! আপনি ন্যায়বিচার করেছেন। এতদশ্রবণে হযরত উমার (রা) তাকে ছড়ি দ্বারা আঘাত দিয়ে বলেন: কিসে তুমি একথা বুঝলে? ইয়াহুদী বলল, আমি তাওরাতে পেয়েছি: যে বিচারক ন্যায়বিচার করে, একজন ফিরিশতা তার ডানদিকে এবং অপর জন তার বামদিক থেকে তাকে সাহায্য করবে, যাতে সে সত্য প্রতিষ্ঠা করতে পারে এবং যতদিন সে তার প্রতি অটল থাকবে এরপর যখন সে সত্য বর্জন করবে, তখন ফিরিশতাগণ তাকে ছেড়ে উপরের দিকে চলে যাবে।
(মালিক বর্ণিত।)
كتاب القضاء
ترغيب من ولي شَيْئا من أُمُور الْمُسلمين فِي الْعدْل إِمَامًا كَانَ أَو غَيره وترهيبه أَن يشق على رَعيته أَو يجور أَو يغشهم أَو يحتجب عَنْهُم أَو يغلق بَابه دون حوائجهم
3337- وَعَن سعيد بن الْمسيب رَضِي الله عَنهُ أَن مُسلما ويهوديا اخْتَصمَا إِلَى عمر رَضِي الله عَنهُ فَرَأى الْحق لِلْيَهُودِيِّ فَقضى لَهُ عمر بِهِ فَقَالَ لَهُ الْيَهُودِيّ وَالله لقد قضيت بِالْحَقِّ فَضَربهُ عمر بِالدرةِ وَقَالَ وَمَا يدْريك فَقَالَ الْيَهُودِيّ وَالله إِنَّا نجد فِي التَّوْرَاة لَيْسَ قَاض يقْضِي بِالْحَقِّ إِلَّا كَانَ عَن يَمِينه ملك وَعَن شِمَاله ملك يسددانه ويوفقانه للحق مَا دَامَ مَعَ الْحق فَإِذا ترك الْحق عرجا وتركاه

رَوَاهُ مَالك
tahqiqতাহকীক:তাহকীক চলমান