আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
হাদীস নং: ৩৩৩২
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
মুসলমানের কোন কাজে ন্যায়পরায়ণতার সাথে শাসনভার গ্রহণ করা ইত্যাদির প্রতি অনুপ্রেরণা এবং প্রজাদের প্রতি কঠোরতা আরোপ করা, অত্যাচার করা, প্রতারণা করা, তাদের সাক্ষাৎ না দেওয়া, তাদের প্রয়োজনের সময় দরজা বন্ধ রাখার প্রতি ভীতি প্রদর্শন
৩৩৩২. হযরত আবু মুসা (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: একটি ঘরে কুরায়শদের কিছু লোক ছিল। তিনি সেই ঘরের দরজার কপাট ধরে দাঁড়ান এবং বলেন, ঘরে কুরায়শদের ব্যতীত আর কোন লোক আছে কি? এক ব্যক্তি বলল: আমাদের একজন ভাগিনা ব্যতীত আর কেউ নেই। তিনি বলেন, জাগিনাও সেই বংশের অন্তর্ভুক্ত। এরপর তিনি বলেন, শাসনভার কুরায়শদের হাতে ঐ সময় পর্যন্ত থাকবে, যখন তাদের কাছে দয়া চাওয়া হবে, তখন তারা দয়া করবে। বিচার কার্যে ন্যয়বিচার করবে। সম্পদ বণ্টনে নিষ্ঠার আশ্রয় নেবে। তাদের মধ্যে যে ব্যক্তি এরূপ না করবে, তার প্রতি আল্লাহ তাঁর ফিরিশতাকূল ও সমস্ত মানুষের অভিশাপ বর্ষিত হবে। তার নফল ফরয কোন ইবাদত কবুল করা হবে না।
(আহমাদ (র) বিশ্বস্ত সনদসূত্রে এবং বাযযার ও তাবারানী উক্ত হাদীসটি বর্ণনা করেন।)
(আহমাদ (র) বিশ্বস্ত সনদসূত্রে এবং বাযযার ও তাবারানী উক্ত হাদীসটি বর্ণনা করেন।)
كتاب القضاء
ترغيب من ولي شَيْئا من أُمُور الْمُسلمين فِي الْعدْل إِمَامًا كَانَ أَو غَيره وترهيبه أَن يشق على رَعيته أَو يجور أَو يغشهم أَو يحتجب عَنْهُم أَو يغلق بَابه دون حوائجهم
3332- وَعَن أبي مُوسَى رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم على بَاب بَيت فِيهِ نفر من قُرَيْش وَأخذ بِعضَادَتَيْ الْبَاب فَقَالَ هَل فِي الْبَيْت إِلَّا قرشي قَالَ فَقيل يَا رَسُول الله غير فلَان ابْن أُخْتنَا فَقَالَ ابْن أُخْت الْقَوْم مِنْهُم ثمَّ قَالَ إِن هَذَا الْأَمر فِي قُرَيْش مَا إِذا استرحموا رحموا وَإِذا حكمُوا عدلوا وَإِذا قسموا أقسطوا فَمن لم يفعل ذَلِك مِنْهُم فَعَلَيهِ لعنة الله وَالْمَلَائِكَة وَالنَّاس أَجْمَعِينَ لَا يقبل مِنْهُ صرف وَلَا عدل
رَوَاهُ أَحْمد وَرُوَاته ثِقَات وَالْبَزَّار وَالطَّبَرَانِيّ
رَوَاهُ أَحْمد وَرُوَاته ثِقَات وَالْبَزَّار وَالطَّبَرَانِيّ