আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা

হাদীস নং: ৩৩১৭
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
মুসলমানের কোন কাজে ন্যায়পরায়ণতার সাথে শাসনভার গ্রহণ করা ইত্যাদির প্রতি অনুপ্রেরণা এবং প্রজাদের প্রতি কঠোরতা আরোপ করা, অত্যাচার করা, প্রতারণা করা, তাদের সাক্ষাৎ না দেওয়া, তাদের প্রয়োজনের সময় দরজা বন্ধ রাখার প্রতি ভীতি প্রদর্শন
৩৩১৭. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, তিন ব্যক্তির দু'আ প্রত্যাখ্যাত হয় না। তারা হলঃ ১. সিয়াম পালনকারী, যতক্ষণে সে ইতার না করে ২. নিষ্ঠাবান শাসক ও ৩. মযলুমের (বদ) দু'আ আল্লাহ্ আকাশের মেঘের উপর তুলে নেন, তার দু'আর জন্য আকাশের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হয় এবং আল্লাহ বলেনঃ আমার সম্মান ও ইয্যতের শপথ, (এখন না হলেও) মৃত্যুর পরে আমি তোমাকে সাহায্য করব।
(আহমাদ এক বর্ণনায় এবং তিরমিযী, ইমাম তিরমিযী (র) বলেন: হাদীসটি হাসান। ইবনে মাজা এবং খুযায়মা ও ইবনে হিব্বাবের সহীহ্ গ্রন্থে বর্ণিত।)
كتاب القضاء
ترغيب من ولي شَيْئا من أُمُور الْمُسلمين فِي الْعدْل إِمَامًا كَانَ أَو غَيره وترهيبه أَن يشق على رَعيته أَو يجور أَو يغشهم أَو يحتجب عَنْهُم أَو يغلق بَابه دون حوائجهم
3317- وَعنهُ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاثَة لَا ترد دعوتهم الصَّائِم حَتَّى يفْطر وَالْإِمَام الْعَادِل ودعوة الْمَظْلُوم يرفعها الله فَوق الْغَمَام وَيفتح لَهَا أَبْوَاب السَّمَاء وَيَقُول الرب وَعِزَّتِي لأنصرنك وَلَو بعد حِين

رَوَاهُ أَحْمد فِي حَدِيث وَالتِّرْمِذِيّ
وَحسنه ابْن مَاجَه وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৩১৭ | মুসলিম বাংলা