আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা

হাদীস নং: ৩৩১৫
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
অধ্যায়: বিচার ব্যবস্থা ও অন্যান্য বিষয়।
নিজের উপর আস্থাশীল না হওয়া সত্ত্বেও যে ব্যক্তি রাজা বাদশাহ ও শাসক নিযুক্ত হয়। বিচার করে এবং নেতৃত্ব গ্রহণ করে তার প্রতি ভীতি প্রদর্শন এবং যে ব্যক্তি নিজকে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য মনে করে উপরোক্ত বিষয় প্রার্থনা করে তার প্রতি ভীতি প্রদর্শন
৩৩১৫. হযরত আনাস (রা) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: যে ব্যক্তি বিচারক হতে চায় এবং তা প্রাপ্তির আশায় সুপারিশ কামনা করে, তাকে সে কাজে ব্যস্ত রাখা হবে। আর কোন ব্যক্তিকে তা চাপিয়ে দেওয়া হলে আল্লাহ্ তার সাহাযার্থে ফিরিশতা নিযুক্ত করেন।
(আবু দাউদ ও তিরমিযী বর্ণিত। তিনি নিজ শব্দে বলেন। হাদীসটি হাসান-গরীব।
ইবনে মাজা তিনি তার নিজ শব্দে বর্ণনা করেন। যা ইমাম তিরমিযীরও একটি বর্ণনায় আছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: "যে ব্যক্তি বিচারক নিযুক্ত হতে চায়, তাকে সে কাজে ব্যস্ত রাখা হবে। আর যাকে তা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা হয়, ফিরিশতা তার সাহায্যে অবতীর্ণ হয়"।)
كتاب القضاء
كتاب الْقَضَاء وَغَيره
التَّرْهِيب من تولي السلطنة وَالْقَضَاء والإمارة سِيمَا لمن لَا يَثِق بِنَفسِهِ وترهيب من وثق بِنَفسِهِ أَن يسْأَل شَيْئا من ذَلِك
3315- وَعَن أنس رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من ابْتغى الْقَضَاء وَسَأَلَ فِيهِ شُفَعَاء وكل إِلَى نَفسه وَمن أكره عَلَيْهِ أنزل الله عَلَيْهِ ملكا يسدده

رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ وَقَالَ حَدِيث حسن غَرِيب وَابْن مَاجَه وَلَفظه وَهُوَ رِوَايَة التِّرْمِذِيّ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من سَأَلَ الْقَضَاء وكل إِلَى نَفسه وَمن أجبر عَلَيْهِ ينزل عَلَيْهِ ملك فيسدده
tahqiqতাহকীক:তাহকীক চলমান