আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা

হাদীস নং: ৩৩০৫
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
অধ্যায়: বিচার ব্যবস্থা ও অন্যান্য বিষয়।
নিজের উপর আস্থাশীল না হওয়া সত্ত্বেও যে ব্যক্তি রাজা বাদশাহ ও শাসক নিযুক্ত হয়। বিচার করে এবং নেতৃত্ব গ্রহণ করে তার প্রতি ভীতি প্রদর্শন এবং যে ব্যক্তি নিজকে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য মনে করে উপরোক্ত বিষয় প্রার্থনা করে তার প্রতি ভীতি প্রদর্শন
৩৩০৫. হযরত আবু ওয়াইল শাকীক ইবনে সামা (র) থেকে বর্ণিত। উমার ইবনে খাত্তাব (রা) বিশর ইবনে আসিমকে হাওয়াযিন গোত্রের যাকাত আদায়ের জন্য আমীর নিযুক্ত করেন। কিন্তু বিশর (এ দায়িত্ব পালন করা থেকে) পিছিয়ে থাকেন। উমার (রা) তাঁর সাথে সাক্ষাৎ করে বলেন, কিসে তোমাকে পিছিয়ে রেখেছে? তুমি কি (নেতার নির্দেশ) শুনতে পাওনি এবং তাঁর নির্দেশের অনুগত্য করবে না? সে বলল: হাঁ। তবে আমি রাসুলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি: যে ব্যক্তি মুসলমানের কোন কাজের ওয়ালী নিযুক্ত হবে, কিয়ামতের দিন তাকে উপস্থিত করা হবে, এমন কি তাকে জাহান্নামের পুলের কাছে থামিয়ে দেওয়া হবে। যদি সে সৎকর্মপরায়ণ হয়, তবে মুক্তি পাবে, আর যদি সে অসৎকর্মপরায়ণ হয়, তবে সে পুল ভেঙ্গে জাহান্নামে সত্তর বছরের তলদেশে পড়ে যাবে। সে বলল: তখন হযরত উমার (রা) বিষন্ন মনে চলে যান। পরে আবূ যার (রা) তাঁর সাথে সাক্ষাৎ করেন এবং বলেন, কী হল আপনাকে যে বিমর্ষ দেখছি? তিনি বলেনঃ আমার কী হল যে, আমি বিষন্ন হব না? আমি বিশর ইবনে আসিমকে বলতে শুনেছি, সে রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছে যে, যে ব্যক্তি মুসলমানের কোন কাজের ওয়ালী নিযুক্ত হবে, কিয়ামতের দিন তাকে উপস্থিত করা হবে, এমন কি তাকে জাহান্নামের পুলের কাছে থামিয়ে দেওয়া হবে। যদি সে সৎকর্মপরায়ণ হয় তবে নাজাত পাবে, আর যদি সে অসৎ হয় তাহলে পুল ভেঙ্গে সত্তর বছর দূরত্ব নিম্নে পড়ে যাবে। আবূ যার (রা) বলেন, আপনি কি এই হাদীসটি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন? তিনি বলেন: না। তখন আবু যার (রা) বলেন: আমি সাক্ষ্য দিচ্ছি যে, আমি রাসুলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি মুসলমানের ওয়ালী নিযুক্ত হবে, তাকে কিয়ামতের দিন জাহান্নামের পুলের কাছে থামিয়ে দেওয়া হবে। যদি সে সৎকর্মপরায়ণ হয়, তবে মুক্তি পাবে, আর যদি অসৎ হয়, তবে পুল ভেঙ্গে সে সত্তর বছরের পথ নিচে পতিত হবে। আর তা হবে ভীষণ অন্ধকারময় স্থান। এদু'টি হাদীসের মধ্যে কোনটি আপনার জন্য বেদনাদায়ক? তিনি বলেন, দু'টো হাদীসই আমার জন্য বেদনাদায়ক। তবে কে ওয়ালী হবে? আবূ যার (রা) বলেন: আল্লাহ্ যার নাক কেটে দেন এবং চেহারা মাটির সাথে লাগাবেন (অপদস্থ) সেই ওয়ালী হবে। সাবধান! আমরা আপনার ব্যাপারে সুধারণা পোষণ করি। সম্ভবত আপনি যদি কোন যালিমকে বিচারক নিযুক্ত করেন, তবে আপনি গোনাহ থেকে বাচবেন না।
(তাবারানীর বর্ণিত। অনুরূপ হাদীস ইনশাআল্লাহ্ সামনে আসবে।
سلت أنفه নাক কেটে দেওয়া।)
كتاب القضاء
كتاب الْقَضَاء وَغَيره
التَّرْهِيب من تولي السلطنة وَالْقَضَاء والإمارة سِيمَا لمن لَا يَثِق بِنَفسِهِ وترهيب من وثق بِنَفسِهِ أَن يسْأَل شَيْئا من ذَلِك
3305- وَرُوِيَ عَن أبي وَائِل شَقِيق ابْن سامة أَن عمر بن الْخطاب رَضِي الله عَنهُ اسْتعْمل بشر بن عَاصِم رَضِي الله عَنهُ على صدقَات هوَازن فَتخلف بشر فَلَقِيَهُ عمر فَقَالَ مَا خَلفك أما لنا سمعا وَطَاعَة قَالَ بلَى وَلَكِن سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من ولي شَيْئا من أَمر الْمُسلمين أُتِي بِهِ يَوْم الْقِيَامَة حَتَّى يُوقف على جسر جَهَنَّم فَإِن كَانَ محسنا نجا وَإِن كَانَ مسيئا انخرق بِهِ الجسر فهوى فِيهِ سبعين خَرِيفًا
قَالَ فَخرج عمر رَضِي الله عَنهُ كئيبا مَحْزُونا فَلَقِيَهُ أَبُو ذَر فَقَالَ مَا لي أَرَاك كئيبا حَزينًا فَقَالَ مَا لي لَا أكون كئيبا حَزينًا وَقد سَمِعت بشر بن عَاصِم يَقُول سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من ولي شَيْئا من أَمر الْمُسلمين أُتِي بِهِ يَوْم الْقِيَامَة حَتَّى يُوقف على جسر جَهَنَّم فَإِن كَانَ محسنا نجا وَإِن كَانَ مسيئا انخرق بِهِ الجسر فهوى فِيهِ سبعين خَرِيفًا فَقَالَ أَبُو ذَر أَو مَا سمعته من رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا قَالَ أشهد أَنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من ولي أحدا من الْمُسلمين أُتِي بِهِ يَوْم الْقِيَامَة حَتَّى يُوقف على جسر جَهَنَّم فَإِن كَانَ محسنا نجا وَإِن كَانَ مسيئا انخرق بِهِ الجسر فهوى فِيهِ سبعين خَرِيفًا وَهِي سَوْدَاء مظْلمَة فَأَي الْحَدِيثين أوجع لقلبك قَالَ كِلَاهُمَا قد أوجع قلبِي فَمن يَأْخُذهَا بِمَا فِيهَا فَقَالَ أَبُو ذَر من سلت الله
أَنفه وألصق خَدّه بِالْأَرْضِ أما إِنَّا لَا نعلم إِلَّا خيرا وَعَسَى أَن وليتها من لَا يعدل فِيهَا أَن لَا تنجو من إثمها

رَوَاهُ الطَّبَرَانِيّ وَيَأْتِي أَحَادِيث نَحْو هَذِه فِي الْبَاب بعده إِن شَاءَ الله تَعَالَى
سلت أَنفه بِفَتْح السِّين الْمُهْملَة وَاللَّام بعدهمَا تَاء مثناة فَوق أَي جدعه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৩০৫ | মুসলিম বাংলা