আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৮. অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়

হাদীস নং: ৩২৫৫
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
অতিভোজ ও অহংকারবশত পানাহারে প্রাচুর্য অবলম্বনের প্রতি ভীতি প্রদর্শন
৩২৫৫. হযরত জা'দা (রা) থেকে বর্ণিত। একদা নবী (ﷺ) স্থূলপেট বিশিষ্ট এক ব্যক্তিকে দেখতে পান। তিনি তাঁর আঙ্গুল দ্বারা (ইশারা করে) তাকে বললেনঃ তোমার পেটটি যদি স্থূলকায় না হয়ে বুদ্ধিমত্তাপূর্ণ হত, তাহলে তোমার জন্য কল্যাণকর হত।
(ইবনে আবুদ দুনিয়া, তাবারানী উত্তম সনদে। হাকিম ও বায়হাকী বর্ণিত।)
كتاب الطعام
التَّرْهِيب من الإمعان فِي الشِّبَع والتوسع فِي المآكل والمشارب شَرها وبطرا
3255- وَعَن جعدة رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم رأى رجلا عَظِيم الْبَطن فَقَالَ بِأُصْبُعِهِ لَو كَانَ هَذَا فِي غير هَذَا لَكَانَ خيرا لَك

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالطَّبَرَانِيّ بِإِسْنَاد جيد وَالْحَاكِم وَالْبَيْهَقِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩২৫৫ | মুসলিম বাংলা