আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৮. অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
হাদীস নং: ৩২৫১
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
অতিভোজ ও অহংকারবশত পানাহারে প্রাচুর্য অবলম্বনের প্রতি ভীতি প্রদর্শন
৩২৫১. হযরত ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট ঢেকুর দিল।
তখন তিনি বললেনঃ তুমি আমার নিকট ঢেকুর দেয়া হতে বিরত থাক। কেননা, যারা দুনিয়াতে অতি ভোজ করে, কিয়ামতের দিন তাদের দীর্ঘকাল অনাহার ক্লিষ্ট রাখা হবে।
(তিরমিযী, ইবনে মাজাহ ও বায়হাকী তারা সকলে ইয়াহইয়া ইবনে বুকা থেকে বর্ণনা করেন। ইমাম তিরমিযী (র) বলেন: হাদীসটি হাসান।)
তখন তিনি বললেনঃ তুমি আমার নিকট ঢেকুর দেয়া হতে বিরত থাক। কেননা, যারা দুনিয়াতে অতি ভোজ করে, কিয়ামতের দিন তাদের দীর্ঘকাল অনাহার ক্লিষ্ট রাখা হবে।
(তিরমিযী, ইবনে মাজাহ ও বায়হাকী তারা সকলে ইয়াহইয়া ইবনে বুকা থেকে বর্ণনা করেন। ইমাম তিরমিযী (র) বলেন: হাদীসটি হাসান।)
كتاب الطعام
التَّرْهِيب من الإمعان فِي الشِّبَع والتوسع فِي المآكل والمشارب شَرها وبطرا
3251- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ تجشأ رجل عِنْد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ كف عَنَّا جشاءك فَإِن أَكْثَرهم شبعا فِي الدُّنْيَا أطولهم جوعا يَوْم الْقِيَامَة
رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه وَالْبَيْهَقِيّ كلهم من رِوَايَة يحيى الْبكاء عَنهُ وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن
رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه وَالْبَيْهَقِيّ كلهم من رِوَايَة يحيى الْبكاء عَنهُ وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن