আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৮. অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়

হাদীস নং: ৩২৪৭
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
সম্মিলিতভাবে আহার করার প্রতি অনুপ্রেরণা
৩২৪৭. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহর নিকট উত্তম খাবার হচ্ছে যা একত্রে আহার করা হয়।
(আবু ই'আলা তাবারানী ও আবুশ শায়খের সাওয়াব অধ্যায়। তারা প্রত্যেকে আবদুল মাজীদ ইবনে আবু দাউদ থেকে বর্ণনা করেন। তিনি একজন বিশ্বস্ত রাবী তবে এই হাদীসের সনদে তিনি মুনকার।)
كتاب الطعام
التَّرْغِيب فِي الِاجْتِمَاع على الطَّعَام
3247- وَعَن جَابر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن أحب الطَّعَام إِلَى الله مَا كثرت عَلَيْهِ الْأَيْدِي

رَوَاهُ أَبُو يعلى وَالطَّبَرَانِيّ وَأَبُو الشَّيْخ فِي كتاب الثَّوَاب كلهم من رِوَايَة عبد الْمجِيد بن أبي دَاوُد وَقد وثق وَلَكِن فِي هَذَا الحَدِيث نَكَارَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩২৪৭ | মুসলিম বাংলা