আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৮. অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়

হাদীস নং: ৩২৪৩
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
সম্মিলিতভাবে আহার করার প্রতি অনুপ্রেরণা
৩২৪৩. ওয়াহশী ইবনে হারব ইবনে ওয়াহশী ইবনে হারব (র) থেকে পর্যায়ক্রমে তাঁর পিতা ও তাঁর দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদা সাহাবায়ে কিরাম বলেন: ইয়া রাসূলাল্লাহ্! আমরা আহার করি অথচ তৃপ্তি পাই না। তিনি বললেনঃ তোমরা কি একত্রে আহার কর, না ভিন্ন ভিন্ন আহার কর? তারা বলল: আমরা ভিন্ন ভিন্ন আহার করি। তিনি বলেনঃ তোমরা একত্রে আহার কর এবং আল্লাহর নাম স্মরণ কর (বিসমিল্লাহ বলে আহার কর) কেননা, তোমাদের জন্য তাতে বরকত রয়েছে।
(আবু দাউদ, ইবনে মাজাহ ও ইবন হিব্বানের সহীহ্ গ্রন্থে বর্ণিত। ইমাম ইবনে মাজাহ্ (র) উমার ইবনে খাত্তাব (রা) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেন: "তোমরা একত্রে আহার কর এবং পরস্পরে বিচ্ছিন্ন হয়ো না। কেননা, জামা'আতের সাথে আহারে বরকত রয়েছে।" এই হাদীসের সনদ সূত্রে আমর ইবনে দীনার কাহরুমান আলে যুবায়র রয়েছেন।)
كتاب الطعام
التَّرْغِيب فِي الِاجْتِمَاع على الطَّعَام
3243- عَن وَحشِي بن حَرْب بن وَحشِي بن حَرْب عَن أَبِيه عَن جده رَضِي الله عَنهُ قَالَ قَالُوا يَا رَسُول الله إِنَّا نَأْكُل وَلَا نشبع قَالَ تجتمعون على طَعَامكُمْ أَو تتفرقون قَالُوا نتفرق قَالَ اجْتَمعُوا على طَعَامكُمْ واذْكُرُوا اسْم الله تَعَالَى يُبَارك لكم فِيهِ

رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه
وروى ابْن مَاجَه أَيْضا عَن عمر بن الْخطاب رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كلوا جَمِيعًا وَلَا تتفرقوا فَإِن الْبركَة مَعَ الْجَمَاعَة
وَفِيه عَمْرو بن دِينَار قهرمان آل الزبير واهي الحَدِيث

হাদীসের ব্যাখ্যা:

সাহাবায়ে কেরাম অভিযোগ করলেন যে, আমরা খাই কিন্তু তৃপ্ত হই না, পেট ভরে না। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণ অনুমান করতে পারলেন। তাই তিনি জিজ্ঞেস করলেন, সম্ভবত তোমরা আলাদা আলাদাভাবে খাও। সকলে এক পাত্রে খাও না। তারা তা স্বীকার করলেন। তখন তিনি তাদেরকে দু'টি হুকুম দিলেন। একটা হল সম্মিলিতভাবে খাওয়া। আর দ্বিতীয় হল আল্লাহর নাম নিয়ে খাওয়া। এ দু'টিই বরকতের কারণ। সকলে মিলে এক পাত্রে খেলে তাতে খাবারে বরকত হয়। তাই বলা হয়, যত হাত ততো বরকত। এমনিভাবে বিসমিল্লাহ বলাও বরকতের কারণ। আল্লাহ তা'আলার নাম নিয়ে খাবার খেলে আল্লাহ তা'আলা খাবারে বরকত দিয়ে দেন।


হাদীস থেকে শিক্ষণীয়ঃ

ক. খাওয়ার সময় একাধিক ব্যক্তি থাকলে প্রত্যেকে আলাদা পাত্র নেবে না; বরং একপাত্রে একাধিক ব্যক্তি খাবে।

খ. খাওয়ার শুরুতে অবশ্যই বিসমিল্লাহ বলা চাই।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩২৪৩ | মুসলিম বাংলা