আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৮. অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
হাদীস নং: ৩২৩৯
 অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
সিরকা ও যায়তুন খাওয়া এবং চাকু দ্বারা না কেটে গোশতের চর্বি খাওয়ার প্রতি অনুপ্রেরণা
৩২৩৯. হযরত আবু হুরায়রা (রা) থেকে মারফু' সনদ সূত্রে বর্ণিত। তিনি বলেন, তোমরা যায়তুন (তেল) খাও এবং তা শরীরে মাখো। কেননা, তা সুস্বাদু উপাদেয় খাদ্য এবং বরকতপূর্ণ ফল।
(হাকিম (র) শাহিদ সূত্রে বর্ণনা করেন।)
(হাকিম (র) শাহিদ সূত্রে বর্ণনা করেন।)
كتاب الطعام
التَّرْغِيب فِي أكل الْخلّ وَالزَّيْت ونهس اللَّحْم دون تقطيعه بالسكين إِن صَحَّ الخبرهم
3239- وَرُوِيَ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ مَرْفُوعا قَالَ كلوا الزَّيْت وادهنوا بِهِ فَإِنَّهُ طيب مبارك
رَوَاهُ الْحَاكِم شَاهدا
رَوَاهُ الْحَاكِم شَاهدا