আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৮. অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়

হাদীস নং: ৩২২৩
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
বাম হাতে পানাহার করার প্রতি ভীতি প্রদর্শন এবং খাবার পাত্রে নিঃশ্বাস ফেলা, পাত্র থেকে পান করা এবং ভাঙ্গা পাত্রে পান করা নিষেধ
৩২২৩. হযরত ইবনে উমার (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের কেউ যেন বামহাতে না খায় এবং বাম হাতে পানও না করে। কেননা, শয়তান বাম হাতে খায় এবং বাম হাতে পান করে। তিনি (রাবী) বলেন, নাফি' (র) তাঁর বর্ণনায় আরো বাড়িয়ে বলেছেন, সে যেন বাম হাতে কিছু গ্রহণ না করে এবং বাম হাতে কিছু দান না করে।
(মুসলিম, তিরমিযী (র) অতিরিক্ত ব্যতীত এবং মালিক ও আবু দাউদ তদনুরূপ বর্ণনা করেন।)
كتاب الطعام
التَّرْهِيب من الْأكل وَالشرب بالشمال وَمَا جَاءَ فِي النَّهْي عَن النفخ فِي الْإِنَاء وَالشرب من فِي السقاء وَمن ثلمة الْقدح
3223- عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا يأكلن أحدكُم بشمال وَلَا يشربن بهَا فَإِن الشَّيْطَان يَأْكُل بِشمَالِهِ وَيشْرب بهَا قَالَ وَكَانَ نَافِع يزِيد فِيهَا وَلَا يَأْخُذ بهَا وَلَا يُعْط بهَا

رَوَاهُ مُسلم وَالتِّرْمِذِيّ بِدُونِ الزِّيَادَة
رَوَاهُ مَالك وَأَبُو دَاوُد بِنَحْوِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান