আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
হাদীস নং: ৩২০১
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
সাদা চুল-দাড়ি রাখার প্রতি অনুপ্রেরণা এবং উপড়িয়ে ফেলা অপসন্দনীয় কাজ
৩২০১. হযরত আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: মানুষের মাথা ও তার দাড়ি থেকে সাদা চুল উপড়ে ফেলা অপসন্দনীয় কাজ।
(মুসলিম বর্ণিত।)
(মুসলিম বর্ণিত।)
كتاب اللباس
التَّرْغِيب فِي إبْقَاء الشيب وَكَرَاهَة نتفه
3201- وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ كَانَ يكره أَن ينتف الرجل الشعرة الْبَيْضَاء من رَأسه ولحيته
رَوَاهُ مُسلم
رَوَاهُ مُسلم