আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ

হাদীস নং: ৩১৮৯
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পোশাকে বড়াই বর্জন ও বিনয় অবলম্বন এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর সাহাবীদের অনুসরণের প্রতি অনুপ্রেরণা এবং প্রসিদ্ধি, অহংকার ও চাকচিক্য প্রদর্শনের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন
৩১৮৯. হযরত যামরা ইবনে সা'লাবা (রা) থেকে বর্ণিত। একদা তিনি ইয়ামানী দু'টি চাদর পরিহিত অবস্থায় নবী (ﷺ)-এর নিকট আসেন। তখন তিনি বলেনঃ হে যামরা! তুমি কি মনে কর যে, এই কাপড় দু'টো তোমাকে জান্নাতে প্রবেশ করাবে? সে বলল: ইয়া রাসূলাল্লাহ্! আপনি আমার জন্য মাগফিরাত কামনা করেন, তবে আমি তা খুলেই বসব। নবী (ﷺ) বলেনঃ হে আল্লাহ্! তুমি যামরাকে ক্ষমা কর। সে দ্রুত চলে গেল এবং কাপড় দু'টো খুলে ফেলল।
(আহমাদ, বর্ণিত। কেবলমাত্র বাকীয়া ব্যতীত তার বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
كتاب اللباس
التَّرْغِيب فِي ترك الترفع فِي اللبَاس تواضعا واقتداء بأشرف الْخلق مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه والترهيب من لِبَاس الشُّهْرَة وَالْفَخْر والمباهاة
3189- وَعَن ضَمرَة بن ثَعْلَبَة رَضِي الله عَنهُ أَنه أَتَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وَعَلِيهِ حلتان من حلل الْيمن فَقَالَ يَا ضَمرَة أَتَرَى ثوبيك هذَيْن مدخليك الْجنَّة فَقَالَ يَا رَسُول الله لَئِن استغفرت لي لأقعد حَتَّى أنزعهما عني فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم اللَّهُمَّ اغْفِر لضمرة فَانْطَلق سَرِيعا حَتَّى نزعهما عَنهُ

رَوَاهُ أَحْمد وَرُوَاته ثِقَات إِلَّا بَقِيَّة
tahqiqতাহকীক:তাহকীক চলমান