আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ

হাদীস নং: ৩১৬১
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পোশাকে বড়াই বর্জন ও বিনয় অবলম্বন এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর সাহাবীদের অনুসরণের প্রতি অনুপ্রেরণা এবং প্রসিদ্ধি, অহংকার ও চাকচিক্য প্রদর্শনের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন
৩১৬১. হযরত রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কোন সাহাবীর সন্তান থেকে বর্ণিত। তিনি তাঁর পিতার সূত্রে বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও উত্তম কাপড় পরিধান বর্জন করবে, বিশর (র) বলেন, আমার মনে হয় তিনি বলেছেন: "বিনয়ের সাথে" আল্লাহ্ তাকে সম্মানজনক পোশাক পরাবেন।
(আবু দাউদ (র) হাদীসটি বর্ণনা করেন। তবে তিনি সাহাবী পূত্রের নাম বলেন নি। বায়হাকী যাবান ইবনে কায়দ থেকে, তিনি হযরত সাহল ইবনে মু'আয (রা) থেকে, তিনি তাঁর পিতা হযরত মু'আয (রা) থেকে আরো অতিরিক্ত শব্দযোগে বর্ণনা করেন।)
كتاب اللباس
التَّرْغِيب فِي ترك الترفع فِي اللبَاس تواضعا واقتداء بأشرف الْخلق مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه والترهيب من لِبَاس الشُّهْرَة وَالْفَخْر والمباهاة
3161- وَعَن رجل من أَبنَاء رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عَن أَبِيه رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من ترك لبس ثوب جمال وَهُوَ يقدر عَلَيْهِ
قَالَ بشر أَحْسبهُ قَالَ تواضعا كَسَاه الله حلل الْكَرَامَة

رَوَاهُ أَبُو دَاوُد فِي حَدِيث وَلم يسم ابْن الصَّحَابِيّ وَرَوَاهُ الْبَيْهَقِيّ من طَرِيق زبان بن فائد عَن سهل بن معَاذ عَن أَبِيه بِزِيَادَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩১৬১ | মুসলিম বাংলা