আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
হাদীস নং: ৩১৫৪
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পুরুষের নারীর বেশ ধারণ ও নারীর পুরুষের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন এবং কথাবার্তা অথবা উঠা-বসায় একে অপরের অনুরূপ হওয়ার বিবরণ
৩১৫৪. হুযাইল গোত্রের এক ব্যক্তি থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রা)-কে দেখেছি। তাঁর ঘর ছিল হিল্লে (হেরেমের বাইরে) এবং তিনি সালাত আদায় করতেন হেরেমে। তিনি (রাবী) বলেন, একদা আমি তাঁর কাছে ছিলাম। এমন সময় তিনি উম্মু সাঈদ বিনত আবু জাহলকে গলায় ধনুক ঝুলিয়ে পুরুষের বেশে হেঁটে যেতে দেখেন। হযরত আবদুল্লাহ্ (রা) বলেন, এই কে (যাচ্ছে)? আমি বললামঃ ইনি হলেন উম্মু সাঈদ বিনত আবু জাহল। তিনি বলেন: আমি রাসুলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছিঃ নারীর বেশধারী পুরুষ এবং পুরুষের বেশধারী নারী আমাদের দলভূক্ত নয়।
(আহমাদ নিজ শব্দযোগে বর্ণনা করেন। তবে একজন ব্যতীত তাঁর বর্ণনাকারীগণ বিশ্বস্ত এবং তার নাম অজ্ঞাত, তাবারানী সংক্ষেপে বর্ণনা করেন। অজ্ঞাত ও সন্দেহ হওয়ায় তার নাম উল্লেখ করা হয়নি।)
(আহমাদ নিজ শব্দযোগে বর্ণনা করেন। তবে একজন ব্যতীত তাঁর বর্ণনাকারীগণ বিশ্বস্ত এবং তার নাম অজ্ঞাত, তাবারানী সংক্ষেপে বর্ণনা করেন। অজ্ঞাত ও সন্দেহ হওয়ায় তার নাম উল্লেখ করা হয়নি।)
كتاب اللباس
التَّرْهِيب من تشبه الرجل بِالْمَرْأَةِ وَالْمَرْأَة بِالرجلِ فِي لِبَاس أَو كَلَام أَو حَرَكَة أَو نَحْو ذَلِك
3154- وَعَن رجل من هُذَيْل قَالَ رَأَيْت عبد الله بن عَمْرو بن الْعَاصِ رَضِي الله عَنْهُمَا ومنزله فِي الْحل ومسجده فِي الْحرم قَالَ فَبينا أَنا عِنْده رأى أم سعيد بنت أبي جهل متقلدة قوسا وَهِي تمشي مشْيَة الرجل فَقَالَ عبد الله من هَذِه فَقلت هَذِه أم سعيد بنت أبي جهل فَقَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول لَيْسَ منا من تشبه بِالرِّجَالِ من النِّسَاء وَلَا من تشبه بِالنسَاء من الرِّجَال
رَوَاهُ أَحْمد وَاللَّفْظ لَهُ وَرُوَاته ثِقَات إِلَّا الرجل الْمُبْهم وَلم يسم وَالطَّبَرَانِيّ مُخْتَصرا وَأسْقط الْمُبْهم فَلم يذكرهُ
رَوَاهُ أَحْمد وَاللَّفْظ لَهُ وَرُوَاته ثِقَات إِلَّا الرجل الْمُبْهم وَلم يسم وَالطَّبَرَانِيّ مُخْتَصرا وَأسْقط الْمُبْهم فَلم يذكرهُ