কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৫. হজ্ব আদায়ের নিয়মাবলীর বিবরণ
হাদীস নং: ১৮৪৩
আন্তর্জাতিক নং: ১৮৪৩
৩৭. মুহরিম ব্যক্তির বিবাহ করা।
১৮৪৩. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ..... মায়মুনা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসুল (ﷺ) আমাকে সারিফ নামক স্থানে বিবাহ করেন এবংএই সময় আমরা উভয়েই হালাল অবস্থায় ছিলাম।
باب الْمُحْرِمِ يَتَزَوَّجُ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ حَبِيبِ بْنِ الشَّهِيدِ، عَنْ مَيْمُونِ بْنِ مِهْرَانَ، عَنْ يَزِيدَ بْنِ الأَصَمِّ ابْنِ أَخِي، مَيْمُونَةَ عَنْ مَيْمُونَةَ، قَالَتْ تَزَوَّجَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَنَحْنُ حَلاَلاَنِ بِسَرِفَ .
