আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ

হাদীস নং: ৩১০৪
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
জামা পরিধান করার প্রতি অনুপ্রেরণা এবং জামা ও অন্যান্য পোশাক, যা পরিধেয়, তা শরী'আত পরিপন্থী লম্বা করা, অহংকার করে পোশাক টেনে চলা এবং সালাত ও অন্যান্য সময়ে (পায়ের নিচে) ঝুলিয়ে দেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩১০৪. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। হুমায়দ বলেন, নবী (ﷺ) বলেছেন, পরিধেয় বস্ত্র অর্ধনলা পর্যন্ত পরিধান করা চাই। উক্ত বর্ণনাটি সাহাবীদের নিকট কষ্টকর মনে হল। এরপর তিনি বলেন, অন্যথায় পায়ের গোড়ালী পর্যন্ত। তবে এর নিচে পরিধান করায় কোন কল্যাণ নেই।
(আহমাদ, তার বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
كتاب اللباس
التَّرْغِيب فِي الْقَمِيص والترهيب من طوله وَطول غَيره مِمَّا يلبس وجره خُيَلَاء وإسباله فِي الصَّلَاة وَغَيرهَا
3104- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ حميد كَأَنَّهُ يَعْنِي النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الْإِزَار إِلَى نصف السَّاق فشق عَلَيْهِم فَقَالَ أَو إِلَى الْكَعْبَيْنِ لَا خير فِيمَا فِي أَسْفَل من ذَلِك

رَوَاهُ أَحْمد وَرُوَاته رُوَاة الصَّحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩১০৪ | মুসলিম বাংলা