আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়

হাদীস নং: ৩০৭৫
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
যার তিনটি সন্তান অথবা দু'টি সন্তান অথবা একটি সন্তান মারা যায়, তার প্রচুর সাওয়াব লাভ সম্পর্কিত আলোচনা ও অনুপ্রেরণা
৩০৭৫. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি, যার তিনটি সন্তান মারা যায় এবং সে সাওয়াবের আশা করে, আল্লাহ্ তা'আলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তিনি বলেন, আমরা বললামঃ ইয়া রাসূলাল্লাহ! দু'টি হলেও? তিনি বললেন: দু'টি হলেও। মাহমুদ ইবনে লাবীদ বলেন, আমি জাবিরকে বললাম, আপনি কী মনে করেন যে, যদি তিনি একটি সন্তানের কথা বলতেন? তিনি বলেন, আমারও এরূপ ধারণা।
(আহমাদ, ইবনে হিব্বানের সহীহ গ্রন্থে বর্ণিত।)
كتاب النكاح
ترغيب من مَاتَ لَهُ ثَلَاثَة من الْأَوْلَاد أَو اثْنَان أَو وَاحِد فِيمَا يذكر من جزيل الثَّوَاب
3075- وَعَن جَابر رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من مَاتَ لَهُ ثَلَاثَة من الْوَلَد فاحتبسهم دخل الْجنَّة
قَالَ قُلْنَا يَا رَسُول الله وَاثْنَانِ قَالَ وَاثْنَانِ
قَالَ مَحْمُود يَعْنِي ابْن لبيد فَقلت لجَابِر أَرَاكُم لَو قُلْتُمْ وَاحِدًا لقَالَ وَاحِدًا
قَالَ وَأَنا أَظن ذَلِك

رَوَاهُ أَحْمد وَابْن حبَان فِي صَحِيحه
tahqiqতাহকীক:তাহকীক চলমান