আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়

হাদীস নং: ৩০৭৩
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
যার তিনটি সন্তান অথবা দু'টি সন্তান অথবা একটি সন্তান মারা যায়, তার প্রচুর সাওয়াব লাভ সম্পর্কিত আলোচনা ও অনুপ্রেরণা
৩০৭৩. হযরত আবু বুরদা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, কোন মুসলিম পিতামাতার চারটি নাবালিগ সন্তান মারা গেলে, আল্লাহ তাঁর অনুগ্রহ ও দয়ায় তাদের উভয়কে জান্নাতে প্রবেশ করাবেন। সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসুলাল্লাহ্! তিনটি হলে? তিনি বললেন, তিনটি হলেও। তারা বলেন, দু'টি হলে? তিনি বলেন, দু'টি হলেও। তিনি বলেন, আমার উম্মাতের মধ্যে এমন পাপীও হবে, যার জাহান্নামে প্রবেশের কারণে জাহান্নামের এক প্রান্ত পূর্ণ হয়ে যাবে। আমার উম্মাতের মধ্যে এমন ব্যক্তিও হবে, যার শাফা'আতে মুদার গোত্রের সমপরিমাণ লোক জান্নাতে প্রবেশ করবে।
(আবদুল্লাহ্ ইবনে ইমাম আহমদ (র) বর্ণিত হাদীস হারিস ইবনে উকায়সের হাদীসের অনুরূপ যা পূর্বে উল্লেখিত হয়েছে। আহমাদ তার বর্ণনাকারীগণ বিশ্বস্ত। ইন্‌শাআল্লাহ সামনে এর বিবরণ আসবে।)
كتاب النكاح
ترغيب من مَاتَ لَهُ ثَلَاثَة من الْأَوْلَاد أَو اثْنَان أَو وَاحِد فِيمَا يذكر من جزيل الثَّوَاب
3073- وَعَن أبي بردة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا من مُسلمين يَمُوت لَهما أَرْبَعَة أفراط إِلَّا أدخلهما الله الْجنَّة بِفضل رَحمته
قَالُوا يَا رَسُول الله وَثَلَاثَة قَالَ وَثَلَاثَة
قَالُوا وَاثْنَانِ قَالَ وَاثْنَانِ
قَالَ وَإِن من أمتِي لمن يعظم للنار حَتَّى يكون أحد زواياها وَإِن من أمتِي من يدْخل الْجنَّة بِشَفَاعَتِهِ مثل مُضر

رَوَاهُ عبد الله ابْن الإِمَام أَحْمد وَرُوَاته ثِقَات وَأرَاهُ حَدِيث الْحَارِث بن أقيش الَّذِي قبله وَيَأْتِي بَيَان ذَلِك إِن شَاءَ الله
tahqiqতাহকীক:তাহকীক চলমান