আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
হাদীস নং: ৩০৭১
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
যার তিনটি সন্তান অথবা দু'টি সন্তান অথবা একটি সন্তান মারা যায়, তার প্রচুর সাওয়াব লাভ সম্পর্কিত আলোচনা ও অনুপ্রেরণা
৩০৭১. হযরত মুহায়ব ইবনে আলকামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট এমন এক মহিলা এল, যার একটি পুত্র সন্তান মারা গিয়েছিল। ফলে, তার জাতির লোকেরা তাকে তিরস্কার করল। সে বললঃ ইয়া রাসূলাল্লাহ্! এই পুত্রটি ছাড়া আরো দু'টি পুত্র সন্তান আমার ইসলাম গ্রহণের পর মারা যায়। নরী (ﷺ)-বললেন, আল্লাহর শপথ! তুমি জাহান্নাম থেকে মুক্তির জন্য একটি সুদৃঢ় প্রাচীর দাঁড় করালে।
(তাবারানী কাবীর গ্রন্থে সহীহ সনদে বর্ণনা করেন।
الخطا অর্থ পেছনে অতিবাহিত হয়েছে।)
(তাবারানী কাবীর গ্রন্থে সহীহ সনদে বর্ণনা করেন।
الخطا অর্থ পেছনে অতিবাহিত হয়েছে।)
كتاب النكاح
ترغيب من مَاتَ لَهُ ثَلَاثَة من الْأَوْلَاد أَو اثْنَان أَو وَاحِد فِيمَا يذكر من جزيل الثَّوَاب
3071- وَعَن زُهَيْر بن عَلْقَمَة رَضِي الله عَنهُ قَالَ جَاءَت امْرَأَة من الْأَنْصَار إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فِي ابْن لَهَا مَاتَ فَكَأَن الْقَوْم عنفوها فَقَالَت يَا رَسُول الله قد مَاتَ لي ابْنَانِ مُنْذُ دخلت فِي الْإِسْلَام سوى هَذَا فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وَالله لقد احتظرت من النَّار بحظار شَدِيد
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد صَحِيح وَتقدم معنى الحظار
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد صَحِيح وَتقدم معنى الحظار