আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়

হাদীস নং: ৩০৬০
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
পিতা ব্যতীত অন্যের প্রতি পিতৃত্বের সম্পর্ক স্থাপন এবং তাকে (পিতা) ব্যতীত অন্য কাউকে অভিভাবক বানানো
৩০৬০. হযরত আবু বকর সিদ্দীক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন। যে ব্যক্তি নিজ বংশ পরিচয় এমনভাবে তুলে ধরে যে, সে তাতে পরিচিত নয়, সে আল্লাহর সাথে কুফরী করল। যে ব্যক্তি তার নিজ বংশ পরিচয় গোপন করে, ব্যাপারটি ক্ষুদ্র হলেও তা আল্লাহর সাথে কুফরীর পর্যায়।
(তাবারানী তাঁর আওসাত গ্রন্থে হাজ্জাজ ইবনে আরতাত হতে বর্ণনা করেন এবং আমর ইবনে শু'আয়রের হাদীস তাঁর সাহায্যকারী।)
كتاب النكاح
التَّرْهِيب أَن ينتسب الْإِنْسَان إِلَى غير أَبِيه أَو يتَوَلَّى غير موَالِيه
3060- وَعَن أبي بكر الصّديق رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من ادّعى نسبا لَا يعرف كفر بِاللَّه أَو انْتَفَى من نسب وَإِن دق كفر بِاللَّه

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط من رِوَايَة الْحجَّاج بن أَرْطَأَة وَحَدِيث عَمْرو بن شُعَيْب يعضده
tahqiqতাহকীক:তাহকীক চলমান