আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়

হাদীস নং: ৩০৩০
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদ
৩০৩০. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক দুঃস্থ মহিলা তার দু'টো মেয়ে নিয়ে আমার কাছে এলো। আমি তাকে তিনটি খেজুর দান করলাম। সে তাদের প্রত্যেককে একটি করে খেজুর দিল এবং একটি নিজে খাওয়ার জন্য মুখে উঠাল (এমন সময় তারা সেটি চেয়ে বসল। সে যে খেজুরটি খেতে চেয়েছিল, তা তাদের দু'জনকে ভাগ করে দিয়ে দিল। এ দৃশ্য আমাকে বিস্ময়াভিভূত করল। তার সম্পর্কে আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আলোচনা করলাম। তিনি বললেন: আল্লাহ্ তা'আলা তাদের বদৌলতে তার জন্য জান্নাত অবধারিত করে দিয়েছেন, অথবা তিনি বলেন: তাদের কারণে তাকে জাহান্নাম থেকে মুক্ত করবেন।
(মুসলিম বর্ণিত।)
كتاب النكاح
فصل
3030- وعنها رَضِي الله عَنْهَا قَالَت جَاءَتْنِي مسكينة تحمل ابْنَتَيْن لَهَا فأطعمتها ثَلَاث تمرات فأعطت كل وَاحِدَة مِنْهُمَا تَمْرَة وَرفعت إِلَى فِيهَا تَمْرَة لتأكلها فاستطعمتها ابنتاها فشقت التمرة الَّتِي كَانَت تُرِيدُ أَن تأكلها بَينهمَا فَأَعْجَبَنِي شَأْنهَا فَذكرت الَّذِي صنعت لرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ إِن الله قد أوجب لَهَا بهما الْجنَّة أَو أعْتقهَا بهما من النَّار

رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান