আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়

হাদীস নং: ৩০২১
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
স্ত্রী ও পরিবার-পরিজনের খোরপোষ সংস্থানের প্রতি অনুপ্রেরণা এবং তাদের প্রতি অবজ্ঞা করার প্রতি ভীতি প্রদর্শন এবং কন্যাদের খোরপোষ এবং তাদের আদব ও শিষ্টাচার শিক্ষা দেওয়া প্রসঙ্গে
৩০২১. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ব্যয় অনুপাতেই আল্লাহর পক্ষ থেকে অর্থ কড়ি আসে। বিপদ হিসেবে আল্লাহর পক্ষ থেকে ধৈর্যধারণের ক্ষমতা আসে।
(বাযযার বর্ণিত। তারিক ইবনে আম্মারের বর্ণনা ব্যতীত রিওয়ায়েতের অবশিষ্ট বর্ণনাকারীদের বর্ণনা দলীলরূপে গ্রহণ করা বিশুদ্ধ। তারিক বিশ্বস্ততার কাছাকাছি ব্যক্তি এবং মুহাদ্দিসগণ তাঁর বর্ণনা বর্জন করেননি।)
كتاب النكاح
التَّرْغِيب فِي النَّفَقَة على الزَّوْجَة والعيال والترهيب من إضاعتهم وَمَا جَاءَ فِي النَّفَقَة على الْبَنَات وتأديبهن
3021- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن المعونة تَأتي من الله على قدر المؤونة وَإِن الصَّبْر يَأْتِي من الله على قدر الْبلَاء

رَوَاهُ الْبَزَّار وَرُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح إِلَّا طَارق بن عمار فَفِيهِ كَلَام قريب وَلم يتْرك والْحَدِيث غَرِيب
tahqiqতাহকীক:তাহকীক চলমান