আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
হাদীস নং: ৩০০১
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
স্বামীর প্রতি তার স্ত্রীর হক আদায় ও তার প্রতি সদাচরণ এবং স্ত্রীর প্রতি তার স্বামীর হক আদায় ও আনুগত্য করার অনুপ্রেরণা এবং স্বামীর হক বিনষ্ট করা ও বিরোধিতা করার প্রতি ভীতি প্রদর্শন
৩০০১. হযরত তালক ইবনে আলী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: স্বামী যখন তার স্ত্রীকে নিজ প্রয়োজনে ডাকে, তখন সে যেন তার ডাকে সাড়া দেয়, যদিও সে চুলার কাছে থাকে।
(তিরমিযী (র) বর্ণিত। ইমাম তিরমিযী (র) বলেন: হাদীসটি হাসান, নাসাঈ ও ইবনে হিববানের সহীহ গ্রন্থে বর্ণিত।)
(তিরমিযী (র) বর্ণিত। ইমাম তিরমিযী (র) বলেন: হাদীসটি হাসান, নাসাঈ ও ইবনে হিববানের সহীহ গ্রন্থে বর্ণিত।)
كتاب النكاح
ترغيب الزَّوْج فِي الْوَفَاء بِحَق زَوجته وَحسن عشرتها وَالْمَرْأَة بِحَق زَوجهَا وطاعته وترهيبها من إِسْقَاطه ومخالفته
3001 - وَعَن طلق بن عَليّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا دَعَا الرجل زَوجته لِحَاجَتِهِ فلتأته وَإِن كَانَت على التَّنور
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن وَالنَّسَائِيّ وَابْن حبَان فِي صَحِيحه
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن وَالنَّسَائِيّ وَابْن حبَان فِي صَحِيحه
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীছে স্বামীর আদেশ পালন যে কত গুরুত্বপূর্ণ, তা বোঝানোর জন্য বলা হয়েছে যে, স্ত্রী যদি চুলায় রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকে আর এ অবস্থায় স্বামী নিজ প্রয়োজনে তাকে ডাকে, তখন রান্নাবান্নার কাজ বন্ধ করে তার ডাকে সাড়া দিতে হবে। নিজ প্রয়োজন বলতে এমন কোনও প্রয়োজন বোঝানো হয়েছে, স্ত্রীর কাছে যা পাওয়ার অধিকার স্বামীর আছে। তার মানে অধিকারবহির্ভূত কোনও ব্যাপারে ডাকলে সে ক্ষেত্রে সাড়া দেওয়া জরুরি হবে না। এমনিভাবে শরীআত-বিরোধী কোনও কাজ করতে বললেও তা মানবে না।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
স্বামী শরীআতসম্মত কোনও প্রয়োজনে ডাকলে তাতে সাড়া দেওয়া স্ত্রীর অবশ্যকর্তব্য, তখন সে যতই ব্যস্ত থাকুক না কেন।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
স্বামী শরীআতসম্মত কোনও প্রয়োজনে ডাকলে তাতে সাড়া দেওয়া স্ত্রীর অবশ্যকর্তব্য, তখন সে যতই ব্যস্ত থাকুক না কেন।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)