আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
হাদীস নং: ২৯৯৯
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
স্বামীর প্রতি তার স্ত্রীর হক আদায় ও তার প্রতি সদাচরণ এবং স্ত্রীর প্রতি তার স্বামীর হক আদায় ও আনুগত্য করার অনুপ্রেরণা এবং স্বামীর হক বিনষ্ট করা ও বিরোধিতা করার প্রতি ভীতি প্রদর্শন
২৯৯৯. হযরত আবদুল্লাহ্ ইবনে আমর (রা) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ)-থেকে বর্ণিত। তিনি বলেন: যে স্ত্রী তার স্বামী
প্রদত্ত জিনিস পত্র পেয়েও শুকরিয়া আদায় করে না অথচ সে তার মুখাপেক্ষী, আল্লাহ তার দিকে (রহমতের দৃষ্টিতে) তাকাবেন না।
(নাসাঈ, বাযযার দু'টি সনদে বর্ণনা করেছেন, তবে তার একটি সনদ সহীহ এবং হাকিম বলেন, হাদীসটি বিশুদ্ধ সনদে বর্ণিত।)
প্রদত্ত জিনিস পত্র পেয়েও শুকরিয়া আদায় করে না অথচ সে তার মুখাপেক্ষী, আল্লাহ তার দিকে (রহমতের দৃষ্টিতে) তাকাবেন না।
(নাসাঈ, বাযযার দু'টি সনদে বর্ণনা করেছেন, তবে তার একটি সনদ সহীহ এবং হাকিম বলেন, হাদীসটি বিশুদ্ধ সনদে বর্ণিত।)
كتاب النكاح
ترغيب الزَّوْج فِي الْوَفَاء بِحَق زَوجته وَحسن عشرتها وَالْمَرْأَة بِحَق زَوجهَا وطاعته وترهيبها من إِسْقَاطه ومخالفته
2999- وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا ينظر الله تبَارك وَتَعَالَى إِلَى امْرَأَة لَا تشكر لزَوجهَا وَهِي لَا تَسْتَغْنِي عَنهُ
رَوَاهُ النَّسَائِيّ وَالْبَزَّار بِإِسْنَادَيْنِ رُوَاة أَحدهمَا رُوَاة الصَّحِيح وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
رَوَاهُ النَّسَائِيّ وَالْبَزَّار بِإِسْنَادَيْنِ رُوَاة أَحدهمَا رُوَاة الصَّحِيح وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد