আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়

হাদীস নং: ২৯৯৭
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
স্বামীর প্রতি তার স্ত্রীর হক আদায় ও তার প্রতি সদাচরণ এবং স্ত্রীর প্রতি তার স্বামীর হক আদায় ও আনুগত্য করার অনুপ্রেরণা এবং স্বামীর হক বিনষ্ট করা ও বিরোধিতা করার প্রতি ভীতি প্রদর্শন
২৯৯৭. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, খাস'আম গোত্রের এক মহিলা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এলো। সে বললঃ ইয়া রাসূলাল্লাহ্। স্ত্রীর উপর স্বামীর কি অধিকার রয়েছে, আপনি আমাকে তা অবহিত করুন। কেননা, আমি একজন মহিলা। আমি যদি স্বামীর আনুগত্য করতে সক্ষম হই, তা হলেই বিয়ে করব; নয়ত আমি কুমারী রূপেই জীবন অতিবাহিত করব। তিনি বললেন: স্ত্রীর উপর স্বামীর হক হল, সে যদি তাকে কামনা করে, আর সে (স্ত্রী) যদি উটের উপরেও থাকে, তবুও সে না বলবে না। স্ত্রীর উপর স্বামীর হক হল, স্বামীর অনুমতি ব্যতীত নফল সিয়াম (রোযা) পালন করবে না। যদি সে তা করে, তবে (কিয়ামতের দিন) ক্ষুধার্ত ও পিপাসার্ত হবে এবং তার সিয়াম কবুল হবে না। স্বামীর অনুমতি ব্যতীত সে ঘর থেকে বের হবে না। যদি সে ঘর থেকে বের হয়, তবে সে প্রত্যাবর্তন না করা পর্যন্ত আসমানের ফিরিশতা, রহমতের ফিরিশতা ও আযাবের ফিরিশতা তার প্রতি অভিসম্পাত দিতে থাকে। সে বলল: অবশ্যই আমি জীবনেও বিয়ে করব না।
(তাবারানী বর্ণিত।)
كتاب النكاح
ترغيب الزَّوْج فِي الْوَفَاء بِحَق زَوجته وَحسن عشرتها وَالْمَرْأَة بِحَق زَوجهَا وطاعته وترهيبها من إِسْقَاطه ومخالفته
2997- وَرُوِيَ عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا أَن امْرَأَة من خثعم أَتَت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَت يَا رَسُول الله أَخْبرنِي مَا حق الزَّوْج على الزَّوْجَة فَإِنِّي امْرَأَة أيم فَإِن اسْتَطَعْت
وَإِلَّا جَلَست أَيّمَا قَالَ فَإِن حق الزَّوْج على زَوجته إِن سَأَلَهَا نَفسهَا وَهِي على ظهر قتب أَن لَا تَمنعهُ نَفسهَا وَمن حق الزَّوْج على الزَّوْجَة أَن لَا تَصُوم تَطَوّعا إِلَّا بِإِذْنِهِ فَإِن فعلت جاعت وعطشت وَلَا يقبل مِنْهَا وَلَا تخرج من بَيتهَا إِلَّا بِإِذْنِهِ فَإِن فعلت لعنتها مَلَائِكَة السَّمَاء وملائكة الرَّحْمَة وملائكة الْعَذَاب حَتَّى ترجع
قَالَت لَا جرم وَلَا أَتزوّج أبدا

رَوَاهُ الطَّبَرَانِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান