আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
হাদীস নং: ২৯৮৪
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
স্বামীর প্রতি তার স্ত্রীর হক আদায় ও তার প্রতি সদাচরণ এবং স্ত্রীর প্রতি তার স্বামীর হক আদায় ও আনুগত্য করার অনুপ্রেরণা এবং স্বামীর হক বিনষ্ট করা ও বিরোধিতা করার প্রতি ভীতি প্রদর্শন
২৯৮৪. হযরত হুসাইন ইবনে মিহসান (রা) থেকে বর্ণিত। একবার তাঁর ফুফু নবী (ﷺ)-এর কাছে এলো। তিনি (নবী ﷺ) তাকে বলেনঃ তোমার স্বামী আছে কি? সে বলল: হাঁ। তিনি বলেন: তাকে কোথায় রেখে এসেছ। সে বলল: আমি তাকে কষ্ট দেই না, তবে তাকে নিয়ে আসতে অক্ষম। তিনি বলেন: তুমি তার সাথে কিভাবে থাক। সেই তোমার জান্নাত ও জাহান্নাম।
(আহমাদ ও নাসাঈ উভয়ে উত্তম সনদে বর্ণনা করেন এবং হাকিমও। হাকিম (র) বলেন: হাদীসটির সনদ সূত্র বিশুদ্ধ।)
(আহমাদ ও নাসাঈ উভয়ে উত্তম সনদে বর্ণনা করেন এবং হাকিমও। হাকিম (র) বলেন: হাদীসটির সনদ সূত্র বিশুদ্ধ।)
كتاب النكاح
ترغيب الزَّوْج فِي الْوَفَاء بِحَق زَوجته وَحسن عشرتها وَالْمَرْأَة بِحَق زَوجهَا وطاعته وترهيبها من إِسْقَاطه ومخالفته
2984- وَعَن حُصَيْن بن مُحصن رَضِي الله عَنهُ أَن عمَّة لَهُ أَتَت النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ لَهَا أذات زوج أَنْت قَالَت نعم
قَالَ فَأَيْنَ أَنْت مِنْهُ قَالَت مَا آلوه إِلَّا مَا عجزت عَنهُ
قَالَ فَكيف أَنْت لَهُ فَإِنَّهُ جنتك ونارك
رَوَاهُ أَحْمد وَالنَّسَائِيّ بِإِسْنَادَيْنِ جَيِّدين وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
قَالَ فَأَيْنَ أَنْت مِنْهُ قَالَت مَا آلوه إِلَّا مَا عجزت عَنهُ
قَالَ فَكيف أَنْت لَهُ فَإِنَّهُ جنتك ونارك
رَوَاهُ أَحْمد وَالنَّسَائِيّ بِإِسْنَادَيْنِ جَيِّدين وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد