আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়

হাদীস নং: ২৯৫০
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
বিবাহ অধ্যায় এবং এর সংশ্লিষ্ট বিষয়।
চোখ নিম্নগামী করার প্রতি অনুপ্রেরণা এবং অবাধ চলাফেরা, বেগানা মহিলার সাথে নির্জনবাস এবং তাকে স্পর্শ করার প্রতি ভীতি প্রদর্শন
২৯৫০. হযরত আবু উমামা (রা) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ তোমরা মহিলাদের কাছে একাকী যাওয়া থেকে বিরত থাকো। যার হাতে আমার জীবন তাঁর শপথ। যখন পুরুষ কোন মহিলার নিকট যায়, তখন তাদের দু'জনের মধ্যে শয়তান প্রবেশ করে। শূকরের ন্যায় ধুলোয় ধুসরিত হওয়া অথবা নোংরা কাদা পানিতে একাকার হওয়া মহিলাদের সাথে কাঁধে কাঁধ মিলানো অপেক্ষা উত্তম। কাজেই, তার জন্য তা হালাল নয়।
(তাবারানী (র) বর্ণিত। হাদীসটি গরীব।
حماة নোংরা কালো কাদাপানি।)
كتاب النكاح
كتاب النِّكَاح وَمَا يتَعَلَّق بِهِ
الترغيب في غض البصر والترهيب من اطلاقه ومن الخلوة بالاجنبية ولمسها
2950- وَرُوِيَ عَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إياك وَالْخلْوَة بِالنسَاء وَالَّذِي نَفسِي بِيَدِهِ مَا خلا رجل بِامْرَأَة إِلَّا وَدخل الشَّيْطَان بَينهمَا وَلِأَن يزحم رجل خنزيرا متلطخا بطين أَو حمأة خير لَهُ من أَن يزحم مَنْكِبه منْكب امْرَأَة لَا تحل لَهُ

حَدِيث غَرِيب رَوَاهُ الطَّبَرَانِيّ
الحمأة بِفَتْح الْحَاء الْمُهْملَة وَسُكُون الْمِيم بعْدهَا همزَة وتاء تَأْنِيث هُوَ الطين الْأسود المنتن
tahqiqতাহকীক:তাহকীক চলমান