আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৯১২
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
গোলামকে আল্লাহ ও তার মনিবের হক আদায়ের প্রতি অনুপ্রেরণা
২৯১২. হযরত ইবনে উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কিয়ামতের দিন আমি তিন ব্যক্তিকে মিসকের স্তূপের উপর সমাসীন দেখব। তারা হল: ১. ঐ দাস, যে আল্লাহর হক আদায় করে এবং মনিবের হক আদায় করে। ২. ঐ ইমাম (প্রশাসক, নেতা), যে তার কাওমের নেতৃত্ব দেয় এবং তার কাওম তার প্রতি সন্তুষ্ট এবং ৩. ঐ ব্যক্তি (মুয়াযযিন), যে প্রত্যহ দিন রাতে পাঁচ বার সালাতের দিকে আহ্বান জানায়।
(তিরমিযী (র) বর্ণিত। ইমাম তিরমিযী (র) বলেন, হাদীসটি হাসান-গরীব। তাবারানী তাঁর 'আওসাত ও সাগীর' গ্রন্থে নিজ শব্দযোগে বর্ণনা করেন যে, তিন ব্যক্তিকে মহা-বিপদের দিন ভীত-বিহবল করবে না এবং তাদের হিসাব নেওয়া হবে না। তারা সমস্ত মাখলুকাতের হিসাব-নিকাশ না হওয়া পর্যন্ত মিসকের স্তূপের উপর সমাসীন থাকবে। তারা হলঃ ১. ঐ ব্যক্তি, যে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে কুরআন তিলাওয়াত করে, ২. ঐ ব্যক্তি, যে তার কাওমের ইমামতী করে এবং তারা তার প্রতি সন্তুষ্ট এবং ৩. ঐ ব্যক্তি, যে সালাতের দিকে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আহ্বান জানায়। ৪. ঐ দাস যে তার প্রতিপালক ও তার মনিবের হক উত্তমরূপে সম্পন্ন করে।
মু'জামুল কাবীর গ্রন্থেও অনুরূপ বর্ণিত হয়েছে। তবে হাদীসের শেষ অংশে বলা হয়েছে, এমন দাস, যাকে দুনিয়ার আকর্ষণ আল্লাহর আনুগত্য থেকে বিরত রাখে না।)
كتاب البيوع
ترغيب الْمَمْلُوك فِي أَدَاء حق الله تَعَالَى وَحقّ موَالِيه
2912- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاثَة على كُثْبَان الْمسك أرَاهُ قَالَ يَوْم الْقِيَامَة عبد أدّى حق الله وَحقّ موَالِيه وَرجل أم قوما وهم بِهِ راضون وَرجل يُنَادي بالصلوات الْخمس فِي كل يَوْم وَلَيْلَة

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب
وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالصَّغِير وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاثَة لَا يهولهم الْفَزع الْأَكْبَر وَلَا ينالهم الْحساب هم على كثيب من مسك حَتَّى يفرغ من حِسَاب الْخَلَائق رجل قَرَأَ الْقُرْآن ابْتِغَاء وَجه الله وَأم بِهِ قوما وهم بِهِ راضون وداع يَدْعُو إِلَى الصَّلَاة ابْتِغَاء وَجه الله وَعبد أحسن فِيمَا بَينه وَبَين ربه وَفِيمَا بَينه وَبَين موَالِيه
وَرَوَاهُ فِي الْكَبِير بِنَحْوِهِ إِلَّا أَنه قَالَ فِي آخِره ومملوك لم يمنعهُ رق الدُّنْيَا من طَاعَة ربه
tahqiqতাহকীক:তাহকীক চলমান