আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৯০৮
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
গোলামকে আল্লাহ ও তার মনিবের হক আদায়ের প্রতি অনুপ্রেরণা
২৯০৮. হযরত ইবনে আব্বাস (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন: যে দাস আল্লাহর আনুগত্য করে এবং তার মনিবের সেবা করে, আল্লাহ তা'আলা তাকে তার মনিবের সত্তর বছর পূর্বে জান্নাতে প্রবেশ করাবেন। ফলে, মনিব বলবে: হে আমার প্রতিপালক। এ তো দুনিয়ায় আমার দাস ছিল। তিনি বললেন: আমি তাকে তার আমলের প্রতিদান দিয়েছি এবং তোমাকে দিয়েছি তোমার আমলের প্রতিদান।
(তাবারানীর কাবীর ও আওসাত বর্ণিত, তিনি বলেন, হাদীসটি ইয়াহইয়া ইবনে আবদুল্লাহ্ ইবনে আবদ রাব্বিহ আসসাফার তাঁর পিতা হতে একক সূত্রে বর্ণনা করেছেন।
(হাফিয মুনযিরী (র) বলেন: উপরোক্ত দুই ব্যক্তির ব্যাপারে ভালো মন্দ আমার জানা নেই।)
كتاب البيوع
ترغيب الْمَمْلُوك فِي أَدَاء حق الله تَعَالَى وَحقّ موَالِيه
2908- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ عبد أطَاع الله وأطاع موَالِيه أدخلهُ الله الْجنَّة قبل موَالِيه بسبعين خَرِيفًا فَيَقُول السَّيِّد رب هَذَا كَانَ عَبدِي فِي الدُّنْيَا قَالَ جازيته بِعَمَلِهِ وجازيتك بعملك

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط وَقَالَ تفرد بِهِ يحيى بن عبد الله بن عبد ربه الصفار عَن أَبِيه

قَالَ الْحَافِظ لَا يحضرني فيهمَا جرح وَلَا عَدَالَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান