আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৮৭৬
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
সুদের ভয়াবহ পরিণাম
২৮৭৬. হযরত উবাদা ইবনে সামিত (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, যাঁর হাতে আমার জীবন, সেই মহান সত্তার শপথ, আমার উম্মাতের মধ্যে এমন একদল লোক হবে, যারা রাত যাপন করবে না-শোকর, স্বেচ্ছাচারী ও ক্রীড়া-কৌতুক প্রিয় হিসেবে। তারা হালালকে হারাম সাব্যস্ত করে মদপান করে, সুদ খায় এবং রেশমী বস্ত্র পরিধান করে, তারা বানর ও শূকরে পরিণত হবে।।
(ইমাম আহমদ (র)-এর মাজমাউয যাওয়াইদ গ্রন্থে বর্ণিত।)
كتاب البيوع
التَّرْهِيب من الرِّبَا
2876- وَرُوِيَ عَن عبَادَة بن الصَّامِت رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ وَالَّذِي نَفسِي بِيَدِهِ ليبيتن أنَاس من أمتِي على أشر وبطر وَلعب وَلَهو فيصبحوا قردة وَخَنَازِير باستحلالهم الْمَحَارِم واتخاذهم الْقَيْنَات وشربهم الْخمر وبأكلهم الرِّبَا ولبسهم الْحَرِير

رَوَاهُ عبد الله ابْن الإِمَام أَحْمد فِي زوائده
tahqiqতাহকীক:তাহকীক চলমান