আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৮৭৪
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
সুদের ভয়াবহ পরিণাম
২৮৭৪. হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) সূত্রে বর্ণিত। তিনি বলেন, সুদের কারবার দ্বারা ধনরাশি অর্জন করলেও সে পরিণামে সর্বস্বান্ত হয়ে যাবে।
(ইবনে মাজাহ্ ও হাকিম বর্ণিত। হাকিম বলেন, হাদীসখানা সহীহ সনদে বর্ণিত। তাঁর বর্ণনায় আছে, "সুদের ব্যাপক প্রসার হলেও এর পরিণাম দরিদ্রতা"। তিনি বলেন, এই হাদীসখানা সহীহ্ সনদে বর্ণিত।)
كتاب البيوع
التَّرْهِيب من الرِّبَا
2874- وَعَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا أحد أَكثر من الرِّبَا إِلَّا كَانَ عَاقِبَة أمره إِلَى قلَّة

رَوَاهُ ابْن مَاجَه وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد وَفِي لفظ لَهُ قَالَ الرِّبَا وَإِن كثر فَإِن عاقبته إِلَى قل
وَقَالَ فِيهِ أَيْضا صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান