আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৮৪৯
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
সুদের ভয়াবহ পরিণাম
২৮৪৯. হযরত সামুরা ইবনে জুনদুব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (ﷺ) বলেন, আমি আজ রাতে দুই ব্যক্তিকে দেখলাম, তাবা আমার কাছে এসে আমাকে একটি পবিত্র স্থানের দিকে নিয়ে চলল। আমরা চলতে চলতে একটি রক্তের নদীর কাছে গিয়ে উপনীত হলাম, দেখলাম নদীতে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। নদীর তীরে এক ব্যক্তিকে দেখলাম, তার সামনে পাথর রয়েছে। নদীতে দণ্ডায়মান লোকটি যখন তীরের দিকে আসতে চায়, তখন তীরের লোকটি তার মুখে পাথর ছুঁড়ে মারে এবং তাকে আগের স্থানে ফিরিয়ে দেয়। সে যতবারই তীরে আসতে চায়, ঐ লোকটি তার মুখে পাথর ছুঁড়ে মারে। ফলে সে স্বস্থানে ফিরে যায়। আমি জিজ্ঞাসা করলামঃ নদীতে যে লোকটি দেখলাম তার এ অবস্থা কেন? তিনি বললেনঃ সে সুদখোর। ইমাম বুখারী (র), 'কিতাবুল বুয়ু'তে এই হাদীসখানা সংক্ষেপে বর্ণনা করেছেন। আত 'তারকুস্ সালাত' অধ্যায়ে এ সম্পর্কে দীর্ঘ বর্ণনা অতিবাহিত হয়েছে।
كتاب البيوع
التَّرْهِيب من الرِّبَا
2849- وَعَن سَمُرَة بن جُنْدُب رَضِي الله عَنهُ قَالَ قَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم رَأَيْت اللَّيْلَة رجلَيْنِ أتياني فأخرجاني إِلَى أَرض مُقَدَّسَة فَانْطَلَقْنَا حَتَّى أَتَيْنَا على نهر من دم فِيهِ رجل قَائِم وعَلى شط النَّهر رجل بَين يَدَيْهِ حِجَارَة فَأقبل الرجل الَّذِي فِي النَّهر فَإِذا أَرَادَ أَن يخرج رمى الرجل بِحجر فِي فِيهِ فَرده حَيْثُ كَانَ فَجعل كلما جَاءَ ليخرج رمى فِي فِيهِ بِحجر فَيرجع كَمَا كَانَ فَقلت مَا هَذَا الَّذِي رَأَيْته فِي النَّهر قَالَ آكل الرِّبَا

رَوَاهُ البُخَارِيّ هَكَذَا فِي الْبيُوع مُخْتَصرا وَتقدم فِي ترك الصَّلَاة مطولا
tahqiqতাহকীক:তাহকীক চলমান