আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৮৩৯
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
মিথ্যা কসম করা থেকে ভীতি প্রদর্শন
২৮৩৯. হযরত ইমরান ইবন হুসায়ন (বা) সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ যে ব্যাক্তি শপথ করার সম্মুখীন হয়ে মিথ্যা কসম খেল, সে যেন জাহান্নামে নিজের ঠিকানা প্রস্তুত করে নেয়।
(হাদীসটি আবু দাউদ ও হাকিম বর্ণনা করেছেন। হাকিম বলেছেনঃ হাদীসটি বুখারী-মুসলিমের শর্ত অনুসারে সহীহ।
(খাত্তাবী (র) বলেনঃ) হাদীসে উল্লেখিত يمين المصبورة এর অর্থ হল যে কসম করতে কোন মানুষ আইনগতভাবে বাধ্য হয় (যেমনঃ বাদীর পক্ষে যদি সাক্ষী না থাকে)। অতএব এজন্য তাকে আটক করেও রাখা যায়। আর صبر শব্দের অর্থ হচ্ছে আটকে রাখা। এজন্যই বলা হয়ে থাকে। قتل فلان صبر অর্থাৎ তাকে আটকে রেখে ও জোর পূর্বক হত্যা করা হয়েছে।)
كتاب البيوع
التَّرْهِيب من الْيَمين الكاذبة الْغمُوس
2839- وَعَن عمرَان بن حُصَيْن رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من حلف على يَمِين مصبورة كَاذِبَة فَليَتَبَوَّأ مَقْعَده من النَّار

رَوَاهُ أَبُو دَاوُد وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا
قَالَ الْخطابِيّ الْيَمين المصبورة هِيَ اللَّازِمَة لصَاحِبهَا من جِهَة الحكم فيصبر من أجلهَا إِلَى أَن يحبس وَهِي يَمِين الصَّبْر وأصل الصَّبْر الْحَبْس وَمِنْه قَوْلهم قتل فلَان صبرا أَي حبسا على الْقَتْل وقهرا عَلَيْهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান